ভারতে বেড়াতে এসে বুনো হাতির হামলায় মৃত্যু হল জার্মানির এক পর্যটকের। তামিলনাড়ু জীব পরিমণ্ডল (বায়োস্ফিয়ার রিজ়ার্ভ) এলাকায় দাঁতালের আক্রমণে ওই ৭৭ বছয় বয়সি বিদেশি পর্যটকের মৃত্যু হয় মঙ্গলবার সন্ধ্যায়।
পুলিশ সূত্রের খবর, ভালপারাইয়ের জঙ্গলের কাছে টাইগার ভ্যালির পাহাড়ি রাস্তা দিয়ে ভাড়া করা একটি স্কুটারে যাওয়ার সময় মাইকেল জুরসেন নামের ওই জার্মান পর্যটক হঠাৎই ঘাতক বুনো হাতির মুখোমুখি পড়ে যান! তাঁকে শুঁড়ে পেঁচিয়ে ধরে মাটিতে আছাড় মারে হাতি!
সে সময় রাস্তায় আরও কয়েকটি গাড়ি থাকলেও হাতির রোষ থেকে জার্মান পর্যটককে রক্ষা করা সম্ভব হয়নি। গুরুতর আহত অবস্থায় মাইকেলকে প্রথমে ভালপারাইয়ের ওয়াটারফল গার্ডেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে কোয়ম্বত্তূরের অদূরে পোল্লাচির সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় ওই জার্মান পর্যটকের।