Advertisement
E-Paper

ঢেলে সাজানো হচ্ছে প্রধানমন্ত্রীকে চা বিক্রেতা হিসাবে পাওয়া গুজরাতের সেই স্টেশনকে

গুজরাতের মহেসাণা জেলার মাঝারি মাপের একটি রেলস্টেশন। সেখানেই চা বিক্রি করতেন দামোদরদাস মুলচন্দ মোদী। তাঁর ছয় সন্তানের মধ্যে তৃতীয় নরেন্দ্র দামোদরদাস মোদী। একটু বড় হতেই অভাবের সংসারের হাল ধরতে যাকে হাত লাগাতে হয়েছিল ভাদনগর স্টেশনে বাবার এক চিলতে চায়ের দোকানের কাজে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ১৭:৪২
এই স্টেশনেই বাবার সঙ্গে চা বিক্রি করতেন নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত

এই স্টেশনেই বাবার সঙ্গে চা বিক্রি করতেন নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত

গুজরাতের মহেসাণা জেলার মাঝারি মাপের একটি রেলস্টেশন। সেখানেই চা বিক্রি করতেন দামোদরদাস মুলচন্দ মোদী। তাঁর ছয় সন্তানের মধ্যে তৃতীয় নরেন্দ্র দামোদরদাস মোদী। একটু বড় হতেই অভাবের সংসারের হাল ধরতে যাকে হাত লাগাতে হয়েছিল বঢনগর স্টেশনে বাবার এক চিলতে চায়ের দোকানের কাজে। এই স্টেশনটা থেকেই শুরু হয়েছিল জীবনের প্রথম দিনগুলোর পথচলা। তারপর সবরমতী দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। আজ সেই ছেলেই দেশের প্রধানমন্ত্রী।

এ বার সেই স্টেশনের জন্য বরাদ্দ হল ৮ কোটি টাকা। শুক্রবার রেল দফতরের প্রতিমন্ত্রী মনোজ সিংহ জানান, এই স্টেশনের পরিকাঠামোগত উন্নতির জন্য এই টাকা বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন: দু’শোটি দেশের নাম থেকে পর্যায় সারণি, গড়গড় করে বলে চার বছরের অভিষিক্ত!

আমদাবাদের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার(ডিআরএম) দীনেশ কুমার জানান, সম্প্রতি বঢনগর, মধেরা এবং পাটানের পর্যটনের উন্নতির দিকে জোর দিয়েছে পর্যটন দফতর। বঢনগর থেকে মহেসাণা জেলার অন্যান্য এলাকার পরিবহণ ব্যবস্থা উন্নতির জন্য মোট ১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বঢনগরে বর্তমানে যে মিটার গেজ লাইনটি আছে সেটিকেও ব্রড গেজে পরিণত করা হবে।’’

Narendra Modi Vadnagar Railway Station Chaiwala Tea Shop
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy