Advertisement
E-Paper

অপারেশন গ্যাং বাস্ট: ৪৮ ঘণ্টায় ২৮০ গ্যাংস্টার-সহ ৮৫৪ জনকে গ্রেফতার দিল্লি পুলিশের! চার হাজার গোপন ডেরায় অভিযান

পুলিশের এক সূত্রের দাবি, ওই সময়ের মধ্যে অপরাধীদের চার হাজারেরও বেশি গোপন আস্তানায় অভিযান চালানো হয়। আর সেই অভিযান চলাকালীনই আড়াইশোর বেশি গ্যাংস্টার এবং ছোটখাটো অপরাধী-সহ সাড়ে আটশো জনকে গ্রেফতার করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১৬:৩৫
Delhi police arrested 854 people who are in association with crime

তল্লাশি অভিযানে দিল্লি পুলিশ। ছবি: সংগৃহীত।

৪৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান। আর এই সময়ের মধ্যে দিল্লি এবং সংলগ্ন তিন রাজ্য থেকে ২৮০ গ্যাংস্টার-সহ ৮৫৪ জনকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন গ্যাং বাস্ট’।

পুলিশ সূত্রে খবর, ৪৮ ঘণ্টার এই অভিযানে ৯০০০ পুলিশকর্মীকে মোতায়েন করা হয়েছিল। আলাদা আলাদা দলে ভাগ হয়ে পুলিশের সেই দল দিল্লির বিভিন্ন প্রান্তে, এমনকি আরও তিন রাজ্যে অভিযানে গিয়েছিল। পুলিশের এক সূত্রের দাবি, ওই সময়ের মধ্যে অপরাধীদের চার হাজারেরও বেশি গোপন আস্তানায় অভিযান চালানো হয়। আর সেই অভিযান চলাকালীনই আড়াইশোর বেশি গ্যাংস্টার এবং ছোটখাটো অপরাধী-সহ সাড়ে আটশো জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ৬৯০টি নতুন মামলা রুজু করা হয়েছে। তিনশোর বেশি বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়াও ১৩০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে এই অভিযানে। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, ছ’হাজারের বেশি সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, সুনির্দিষ্ট এবং সুকৌশলেই অপরাধীদের বিরুদ্ধে এই অভিযান শুরু হয়েছে। তোলাবাজি, সুপারি কিলার, বৈআইনি অস্ত্র পাচারের মতো সংগঠিত অপরাধের কোমর ভেঙে দিতে এই অভিযান বলে দাবি করেছেন ওই আধিকারিক।

দিল্লি এবং সংলগ্ন অঞ্চলে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে। নানা রকম সংগঠিত অপরাধ মাথাচাড়া দিচ্ছে। সেই অপরাধের মাথা এবং অপরাধের সঙ্গে জড়িতদের ধরপাকড়ও চলছে। তবে এ বার আরও বৃহত্তর পর্যায়ে এই অভিযানে নামল দিল্লি পুলিশ। ফলে ৪৮ ঘণ্টার মধ্যে বড় সাফল্যও এল বলে দাবি এক পুলিশকর্তার।

Delhi Police Gangster Crime News
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy