Advertisement
০৪ মে ২০২৪
National News

ভংসালীকে জুতো মারলে মিলবে পুরস্কার, ঘোষণা বিজেপি নেতার!

‘পদ্মাবতী’ ছবিতে ইতিহাস বিকৃত করার জন্য পরিচালক সঞ্জয় লীলা ভংসালীকে জুতে দিয়ে মারলে এ বার মিলবে ১০ হাজার টাকা পুরস্কার! সোমবার এই ঘোষণা করলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা অখিলেশ খাণ্ডেলওয়াল।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৭ ১৭:০৬
Share: Save:

ফের অসহিষ্ণুতার আঁচ। এ বার তা বাড়ল আরও এক ধাপ।

‘পদ্মাবতী’ ছবিতে ইতিহাস বিকৃত করার জন্য পরিচালক সঞ্জয় লীলা ভংসালীকে জুতে দিয়ে মারলে এ বার মিলবে ১০ হাজার টাকা পুরস্কার! সোমবার এই ঘোষণা করলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা অখিলেশ খাণ্ডেলওয়াল। মধ্যপ্রদেশ হোসাঙ্গাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান অখিলেশের দাবি, ‘‘ভংসালীর মতো মানুষরা আমাদের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করে। সাধারণ মানুষের কাছে আমাদের দারিদ্রকে বেশি করে তুলে ধরে। আমরা আর চুপ করে থাকব না। বরং এর প্রতিবাদ করাটা কর্তব্য বলে মনে করি।’’ এই হামলার পরে রাজস্থানের বিজেপি সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডু জানিয়েছিলেন, হামলা বা শুটিং বন্ধ করে দেওয়ার এই ঘটনা খুবই আপত্তিকর।

আরও পড়ুন, ‘পদ্মাবতী’র সেটে চড়, প্রতিবাদে সঞ্জয়ের পাশে গোটা বলিউড

গত ২৭ জানুয়ারি জয়পুরে ‘পদ্মাবতী’ ছবির সেটে তাণ্ডব চালায় ‘রাজপুত করণী সেনা’। চড়-থাপ্পড় মারা হয় পরিচালক সঞ্জয় লীলা ভংসালীকে। সেটের যন্ত্রপাতিও ভাঙচুর করে তারা। এর তীব্র প্রতিবাদ করে ভংসালীর পাশে থাকারই বার্তা দিয়েছে গোটা বলিউ়ড। স্তম্ভিত ‘পদ্মাবতী’ দীপিকা পাড়ুকোন বলেছেন, ‘‘এই ছবিতে কোথাও ইতিহাসকে বিকৃত করা হয়নি।’’ তাজ্জব এই ছবির ‘আলাউদ্দিন খিলজি’ রণবীর সিংহ ও ‘রাজা রতন সিংহ’ শাহিদ কপূর। রণবীরের বক্তব্য, ‘‘কারও ভাবাবেগকে আঘাত করতে এই ছবি হচ্ছে না। রাজস্থানের মানুষ ও রাজপুত সম্প্রদায়ের আবেগকে মাথায় রেখেই এটি বানানো হচ্ছে।’’ একই দাবি ভংসালীরও। তিনি বলেন, ‘‘আলাউদ্দিন খিলজির সঙ্গে পদ্মাবতীর কোনও আপত্তিকর দৃশ্য ছবিতে নেই। স্বপ্ন-দৃশ্যও নয়। তবে এই দেশে ছবি বানালে কখনও-সখনও এমন অপমান সইতে হয়।’’


ক্লিক করে দেখে নিন নিরাপত্তা চেয়ে প্রসাশনকে পাঠানো ভংসালীর চিঠি

প্রযোজকের তরফেও একই দাবি জানিয়ে অফিশিয়াল বার্তা দেওয়া সোশ্যাল মিডিয়ায়। কিন্তু করণী সেনা অবশ্য নির্বিকার। ইতিহাস বিকৃতির অভিযোগ থেকে সরে আসেনি তারা।

এই ছবিতে ‘পদ্মাবতী’র চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন।

করণী সেনার প্রতিষ্ঠাতা লোকেন্দ্র সিংহ কালভি বলেন, ‘‘আমি কোনও রকম হিংসাকে সমর্থন করি না। করণী সেনা গিয়েছিল ছবির বিষয় নিয়ে বিক্ষোভ দেখাতে এবং ভংসালীর সঙ্গে কথা বলতে। কিন্তু পরিচালক কথা বলতে চাননি। এর পরেই তাঁর রক্ষীরা শূন্যে গুলি ছোড়ে। আর তাতেই বিপত্তি।’’ তাদের দাবি, আলাউদ্দিন খিলজির হাত থেকে বাঁচাতে জহর ব্রত করেছিলেন রানি পদ্মিনী। কিন্তু ছবিতে দু’জনের ঘনিষ্ঠ মুহূর্ত দেখানো হয়েছে।

আরও পড়ুন, বিয়ের পর রিয়ালিটি শো-তে ফুলশয্যাও করলেন এই নায়িকা!

এর আগে চিতোরের রানি পদ্মিনীর জীবন অবলম্বনেই ‘পদ্মাবতী’ নাটকের নির্দেশনা করেছেন ভংশালী। প্যারিসে তা ভাল সাড়া পেয়েছিল। একই চরিত্র নিয়ে ছবি তৈরি করতে গিয়ে জট পাকাল জয়পুরে। এই অসহিষ্ণুতা অবশ্য প্রথম নয়। অতীতে জোধা-আকবর ছবির শ্যুটিংয়ের সময়েও একই অভিযোগ তুলে গণ্ডগোল পাকিয়েছিল তথাকথিত জাতীয়তাবাদী এই রাজপুত সংগঠনটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE