Advertisement
E-Paper

১০০ কোটির ব্যবসা ছেড়ে সাধু হলেন মোক্ষেশ

জৈন পরিবারের সন্তান মোক্ষেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার পর গত দু’বছর ধরে পারিবারিক ব্যবসার দেখভাল করছিলেন। কিন্তু সেই ব্যবসায় তাঁর মন টিঁকছিল না কিছুতেই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ১৫:৩৭
মোক্ষেশ শেঠ। শনিবার, সন্ন্যাসী হওয়ার পর।

মোক্ষেশ শেঠ। শনিবার, সন্ন্যাসী হওয়ার পর।

অতলান্ত বিলাস-বৈভব ছেড়ে সন্ন্যাসীর জীবনই বেছে নিলেন মোক্ষেশ শেঠ। মাত্র ২৪ বছর বয়সে।

১০০ কোটি টাকারও বেশি পারিবারিক ব্যবসার যাবতীয় স্বত্ব ও মোহ ছেড়েছুড়ে শনিবারই গাঁধীনগরে আনুষ্ঠানিক ভাবে সন্ন্যাস জীবনে ঢুকে পড়লেন মোক্ষেশ। হয়ে গেলেন এক জন জৈন সাধু।

জৈন পরিবারের সন্তান মোক্ষেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হওয়ার পর গত দু’বছর ধরে পারিবারিক ব্যবসার দেখভাল করছিলেন। কিন্তু সেই ব্যবসায় তাঁর মন টিঁকছিল না কিছুতেই।

মোক্ষেশের কাকা গিরীশ শেঠ জানিয়েছেন, এ দিন থেকে মুম্বইয়ের প্রভাবশালী ব্যবসায়ী সন্দীপ শেঠের বড় ছেলের (মোক্ষেশ) নতুন নাম হয়েছে, ‘করুণাপ্রেমবিজয়জি’।

মোক্ষেশের পরিবার আদতে ছিল গুজরাতের বনাসকাঁঠা জেলার দেস্‌সা শহরের বাসিন্দা। পরে তাঁরা চলে আসেন মুম্বইয়ে। ভারতের ‘বাণিজ্য নগরী’তে অ্যালুমিনিয়ামের বিশাল ব্যবসা রয়েছে মোক্ষেশের পরিবারের।

আরও পড়ুন- ভোট শেষ, জলও শেষ গুজরাতের নদীনালায়!​

আরও পড়ুন- গর্ভসংস্কার! বলে বলে নাকি আর্যভট্ট-আইনস্টাইনদের জন্ম দেওয়া যাবে?​

শুক্রবার গুজরাতের সুরাতের বাসিন্দা এক কোটিপতি হিরে ব্যবসায়ীর ১২ বছর বয়সী পুত্র ভাভ্যা শাহও সব বিলাস-বৈভব ছেড়েছুড়ে সন্ন্যাস জীবন বেছে নেওয়ার কথা ঘোষণা করেন।

Mokshesh Sheth Karunapremvijay Jee Monk মোক্ষেশ শেঠ
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy