Advertisement
০১ অক্টোবর ২০২৩
crpf

CRPF: কাশ্মীরে নিহত জওয়ান

সন্ধ্যায় আবার শোপিয়ানে জঙ্গিদের গুলিতে আহত হন এক ব্যবসায়ী। বাল কৃষ্ণন নামে ওই ব্যবসায়ী কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের সদস্য। তাঁকে শ্রীনগরের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শ্রীনগর শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২২ ০৭:২৪
Share: Save:

দক্ষিণ কাশ্মীরে ফের ভিন্‌ রাজ্যের শ্রমিকদের উপরে হামলা চালাল জঙ্গিরা। এ দিন পুলওয়ামার লাজুরায় জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন বিহারের দুই শ্রমিক। দু’দিনের মধ্যে এ নিয়ে দু’বার শ্রমিকদের নিশানা করল জঙ্গিরা। এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই শ্রীনগরে জঙ্গি হামলায় নিহত হয়েছেন এক সিআরপি জওয়ান। আহত হয়েছেন আর এক জওয়ান। অন্য দিকে শোপিয়ানে জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন এক কাশ্মীরি পণ্ডিত।

রবিবার বিকেলে দক্ষিণ কাশ্মীরের নওপোরায় একটি গাড়ির চালক ও তাঁর সহযোগীকে জঙ্গিদের গুলিতে আহত হন। তাঁরা পঞ্জাবের পঠানকোটের বাসিন্দা। আজ পুলওয়ামার লাজুরায় বিহারের বাসিন্দা দুই শ্রমিক জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন। মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে ভিন রাজ্যের শ্রমিকদের উপরে হামলার চারটি ঘটনা ঘটেছে। ১৯ মার্চ পুলওয়ামায় উত্তরপ্রদেশের বাসিন্দা কাঠের মিস্ত্রি মহম্মদ আক্রম জঙ্গিদের গুলিতে আহত হন। দু’দিন পরে ফের বিহারের বাসিন্দা বিশ্বজিৎ কুমারকে লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা।

আজ পুলওয়ামার ঘটনার কয়েক ঘণ্টা পরেই খাস শ্রীনগরে হামলা চালায় জঙ্গিরা। একটি চেক পোস্টে মোতায়েন সিআরপি-র দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। তাতে এক জওয়ান নিহত হন। আহত হন আর এক জন। এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে বাহিনী।

সন্ধ্যায় আবার শোপিয়ানে জঙ্গিদের গুলিতে আহত হন এক ব্যবসায়ী। বাল কৃষ্ণন নামে ওই ব্যবসায়ী কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের সদস্য। তাঁকে শ্রীনগরের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE