সম্মতি ছাড়া কখন কোনও মহিলাকে স্পর্শ করা যাবে না। লোভী এবং বিকৃতকাম পুরুষরা যে ভাবে মহিলাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে, তা খুবই দুর্ভাগ্যজনক। ২০১৪ সালের এক মামলার রায় দিতে গিয়ে এই মন্তব্য করলেন দিল্লির অতিরিক্ত দায়েরা বিচারক সীমা মাইনি।
উত্তর দিল্লির মুখার্জি নগর। মায়ের সঙ্গে বাজারে গিয়েছিল ন’বছরের এক কিশোরী। তখনই ভিড়ের মধ্যে এক ব্যক্তি ওই নাবালিকার শ্লীলতাহানি করে। মেয়েটি চিৎকার করে উঠলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই দুষ্কৃতী। কিন্তু, বাজারের লোকজন ধরে ফেলে আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা ছবি রাম নামে ওই ব্যক্তিকে।
সম্প্রতি সেই মামলার রায় দিল আদালত। দোষী রামের পাঁচ বছরের জেল এবং ৬০ হাজার টাকা জরিমানা হয়।