হায়দরাবাদের একটি বহুতল হাসপাতালে আগুন লেগে আতঙ্ক ছড়াল স্থানীয় এলাকায়। শনিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ হায়দরাবাদের মেহদিপট্টনমের কাছে গুদিমালকাপুর এলাকায় ওই বেসরকারি হাসপাতালের উপরের তলায় আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
আগুন দেখতে পেয়েই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে দমকলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন পুরোপুরি নেভানো না গেলেও তা অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে বলে জানিয়েছেন দমকল আধিকারিকেরা।
আরও পড়ুন:
আগুন লাগার খবর পেয়েই হাসপাতাল চত্বরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে, যে অংশে আগুন লেগেছে, সেই অংশ থেকে রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে প্রকৃত কারণ খতিয়ে দেখছেন দমকল আধিকারিকেরা।