ব্যাগভর্তি সাপের পর এ বার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ল পাঁচ কিলোগ্রামেরও বেশি কোকেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এক বিদেশি নাগরিকের কাছে থেকে ওই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেন শুল্ক দফতরের আধিকারিকেরা।
মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই বিদেশিকে। শুল্ক দফতর জানিয়েছে, শল্যচিকিৎসায় ব্যবহৃত কোমরের বেল্ট এবং পায়ের ‘কাফ গার্ড’ লুকনো চারটি প্যাকেট থেকে উদ্ধার করা কোকেনের মূল্য প্রায় ৫২ কোটি টাকা! শুল্ক দফতরের ‘এয়ার ইন্টেলিজেন্স ইউনিট’ (এআইইউ)-এর আধিকারিকরা ছিলেন অভিযানের দায়িত্বে।
আরও পড়ুন:
আটক করে জেরার পরে ‘মাদক নিয়ন্ত্রণ আইনে’ (নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট বা এনডিপিএস অ্যাক্ট) ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, এর আগে রবিবার রাতে রবিবার রাতে তাইল্যান্ড থেকে মুম্বই বিমানবন্দর নেমেছিলেন এক ভারতীয় নাগরিক। তাঁর ‘চেকড্ ইন লাগেজ’-এ ছিল ৪৭টি বিষধর সাপ এবং পাঁচটি ‘এশিয়ান লিফ টার্টল’ জাতীয় কচ্ছপ। বন্যপ্রাণ পাচারের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল শুল্ক দফতর।