রাস্তার মাঝেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি। তবে অশান্তি যে রক্তারক্তি কাণ্ডে পরিণত হবে, তা ভাবতেই পারেননি পথচারীরা। ঝগড়ার মাঝে হঠাৎই স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল গুরুগ্রামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের সেক্টর-১৫-তে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত করণ সিংহ আদতে মধ্যপ্রদেশের পান্না জেলার আত্রাই গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে তাঁর ঠিকানা ছিল দিল্লির পিতমপুরা এলাকায়। কর্মসূত্রে সেখানে থাকতেন তিনি। তবে তাঁর স্ত্রী তাঁদের সন্তানদের নিয়ে থাকতেন গুরুগ্রামের পটেল নগরের এক ভাড়া বাড়িতে।
আরও পড়ুন:
শনিবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মৃতা পাপিতার (৩০) ভাইয়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে সিভিল লাইন্স থানার পুলিশ।
মৃতার ভাইয়ের অভিযোগ, করণ প্রায়ই তাঁর স্ত্রীর সঙ্গে অশান্তি করতেন। এমনকি তাঁকে মারধরও করতেন। অভিযোগ পেয়ে তদন্তে নেমে কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, জেরায় স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছেন করণ। তিনি পুলিশকে জানান, পারিবারিক বিবাদের কারণেই তাঁর স্ত্রীকে রাস্তার মাঝে পাঁচ-ছ’বার ছুরি দিয়ে আঘাত করেন।