Advertisement
১৯ এপ্রিল ২০২৪
National

মুম্বইতে কুকুরের পাল কামড়ে মারল ক্লাস টু’র ছাত্রকে

ধীরাজের চিৎকারে ছুটে এসেছিলেন আশপাশের লোকজন। তারাই তাড়িয়ে দেন কুকুরগুলিকে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭ ১৯:২৮
Share: Save:

রাস্তায় এক পাল কুকুরের কামড়ে শিশুমৃত্যুর ঘটনা ঘটল মুম্বইতে। বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে রাস্তার উপরে রাখা জলের পাইপের উপর উঠে পড়েছিল ন’বছরের ধীরাজ যাদব। সেখান থেকে পা পিছলে রাস্তায় শুয়ে থাকা একটি কুকুরের উপর পড়ে যায় সে। ঘটনার আকস্মিকতায় কিছুটা ভয়ও পেয়ে যায়। ছুটতে শুরু করে ধীরাজ। আর তখনই কুকুরটি তার পিছু নেয়। সঙ্গে জুটে যায় কম করে আরও আট-ন’টি কুকুর।

আরও পড়ুন: গানের ভাষা নিয়ে প্রশ্ন তোলায় সাংবাদিককে ধর্ষণ ও খুনের হুমকি!

ছুটতে ছুটতে রাস্তাতেই পা পিছলে পড়ে গিয়েছিল ধীরাজ। তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ে সব ক’টি কুকুর। ধীরাজের চিৎকারে ছুটে এসেছিলেন আশপাশের লোকজন। তারাই তাড়িয়ে দেন কুকুরগুলিকে। ততক্ষণে অবশ্য রীতিমতো রক্তরক্তি অবস্থা ধীরাজের। রবিবার ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের থানের ভিওয়ান্ডি এলাকায়।

আরও পড়ুন: মাদ্রাসার পানীয় জলে ইঁদুরের বিষ!

শিশুটিকে গুরুতর আহত অবস্থায় ভিওয়ান্ডির আইজিএম হাসপাতালে ভর্তি করে এলাকার বাসিন্দরাই। ক্ষত মারাত্মক হওয়ায় তাকে থানে সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সোমবার সকালে সেখানেই মৃত্যু হয় দ্বিতীয় শ্রেণির ছাত্র ধীরাজের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dogs Dogs Bite Mumbai
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE