হিমাচল প্রদেশের বিজেপি বিধায়ক হংস রাজের বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন হেনস্থার অভিযোগ আনলেন এক তরুণী। তাঁর অভিযোগ, নাবালিকা অবস্থায় তাঁকে ধর্ষণ করেন ওই বিধায়ক। তরুণীর অভিযোগের ভিত্তিতে পকসো আইনে হংস রাজের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
চাম্বা জেলায় চূড়া বিধানসভার বিধায়ক হংস রাজের বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তার আগে গত সপ্তাহেই ফেসবুকে লাইভ করে বিধায়ক এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে যৌন নির্যাতন ও ভয় দেখানোর অভিযোগ করেছিলেন তিনি। সাত মিনিটের ওই ভিডিয়োয় তরুণী বলেন, কয়েক বছর আগে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন ওই বিধায়ক। এর পরেও ফোনে কুরুচিকর ছবি চেয়ে পাঠিয়ে হংস রাজ তাঁকে হেনস্থা করতেন। নির্যাতিতার বাবা দাবি, বিধায়কের সঙ্গীরা তাঁদের অপহরণ করে মোবাইল ফোন ভেঙে দেয়। মামলা না সরালে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে তারা। পাল্টা ভিডিয়ো বার্তায় হংস রাজ দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশে তাঁকে ফাঁসানো হচ্ছে।
অন্য একটি ঘটনায় ধর্ষণে অভিযুক্ত পঞ্জাবের আপ বিধায়ক হরমিত সিংহ পাঠানমাজরার বিদেশে পালানোকে ঘিরে বিতর্ক বেধেছে। ধর্ষণে অভিযুক্ত হরমিতের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি হওয়ার সত্ত্বেও গত ২ সেপ্টেম্বর তিনি অস্ট্রেলিয়া পালিয়ে যান। কারনালে তাঁকে গ্রেফতার করতে পুলিশ গেলেও হদিস পায়নি। এর পর অস্ট্রেলিয়া থেকে ভিডিয়ো বার্তা দিয়ে হরমিত দাবি করেছেন, সব অভিযোগ মিথ্যে। এনকাউন্টারে তাঁকে মারা হতে পারে এই ভয়ে তিনি অস্ট্রেলিয়া পালিয়ে গিয়েছেন। আগাম জামিন পেলেই তিনি ফিরে আসবেন। সম্পর্কে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের মামা হন হরমিত। লুক আউট নোটিস জারি করা সত্ত্বেও হরমিতের বিদেশে পালানো নিয়ে জোর সমালোচনার মুখে পড়েছে পঞ্জাব পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)