Advertisement
২৬ সেপ্টেম্বর ২০২৩
Manish Sisodia

দিল্লির স্কুলে আপের মণীশ-প্রচারে বিতর্ক

সরকারি স্কুলে স্কুলে সিসৌদিয়ার পক্ষে প্রচার শুরু করেছে আপ। বিভিন্ন স্কুলে ঢোকার পরেই ব্যানার টাঙিয়ে ডেস্ক সাজিয়ে বসেছেন আপ কর্মীরা।

pictureof manish sisodia.

মণীশ সিসৌদিয়া। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৩ ০৮:০৫
Share: Save:

দিল্লির সরকারি স্কুলের হাল ফিরিয়েছিলেন তিনি। অন্য রাজ্যে সরকারি ও সরকার পোষিত স্কুল ছেড়ে পড়ুয়ারা যখন দলে দলে বেসরকারি স্কুলে ভর্তি হচ্ছে, উল্টো চিত্র দিল্লিতে। শিক্ষাক্ষেত্রে শৃঙ্খলা আনার জন্য অভিভাবকেরা ধন্যবাদ জানান আম আদমি পার্টি (আপ)-র সরকারের উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াকে। সেই সিসৌদিয়াকে আবগারি নীতিতে গাফিলতির অভিযোগ তুলে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তার পরে দিল্লির স্কুলে স্কুলে ‘আই লাভ মণীশ সিসৌদিয়া’ ব্যানার ঝুলিয়ে প্রচারে নেমেছে আপ। সেই প্রচারে শিশু-কিশোর পড়ুয়াদেরও যুক্ত করা হয়েছে, যা নিয়ে শোরগোল তুলেছে বিরোধী দল বিজেপি।

সরকারি স্কুলে স্কুলে সিসৌদিয়ার পক্ষে প্রচার শুরু করেছে আপ। বিভিন্ন স্কুলে ঢোকার পরেই ব্যানার টাঙিয়ে ডেস্ক সাজিয়ে বসেছেন আপ কর্মীরা। কিছু স্কুলে সিসৌদিয়ার গ্রেফতারের নিন্দা করে স্বাক্ষর সংগ্রহও হয়েছে। অনেক স্কুলেই পড়ুয়াদের হাতেও স্লোগান লেখা কাগজ ধরিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। মন্ত্রী আতিশী-সহ আপ নেতারা এমনই ছবি দিয়ে সমাজমাধ্যমে দাবি করেছেন,এ হল পড়ুয়াদের নিখাদ মণীশ-প্রেম। সিসৌদিয়াকে কারাগারে নিক্ষেপ করেও এই ভালবাসা ভোলানো যাবে না। আর বিজেপি অভিযোগ করছে— স্কুলের পড়ুয়াদের দিয়ে নোংরা রাজনীতি করাচ্ছে আপ।

সুপ্রিম কোর্ট জামিনের আবেদন না-শোনায় শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে নতুন করে জামিনের আর্জি জানিয়েছেন সিসৌদিয়া। এর আগে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল— নিম্ন আদালত, হাই কোর্ট হয়ে সর্বোচ্চ আদালতে না-এসে মণীশ কেন সরাসরি সুপ্রিম কোর্টে জামিনের আর্জি জানিয়েছেন? তাঁর আবেদন না-শুনে সিসৌদিয়াকে নিম্ন আদালতে জামিনের আবেদন করার পরামর্শ দিয়েছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। সেই পরামর্শ মেনেই সিসৌদিয়ার আইনজীবী এ দিন নিম্ন আদালতে জামিনের আবেদন জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE