Advertisement
৩০ এপ্রিল ২০২৪
AAP

বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার হুমকি আপ নেতার, ভোটের টিকিট না মেলার জের

দিল্লির শাস্ত্রী পার্ক মেট্রো স্টেশনের কাছে হাই টেনশন বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন আপ নেতা হাসিব-উল-হাসান। অভিযোগ করেন, আপের ‘ভুল’ নীতির শিকার হয়েছেন তিনি।

বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন আপ নেতা।

বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন আপ নেতা। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২২ ১৪:৫৩
Share: Save:

হঠাৎ মনে হতে পারে এ আর এক ‘শোলে’! তবে এ বার ঝাঁপ দিতে চাওয়ার কারণ কোনও বাসন্তী নয়। ভোটের টিকিট। দিল্লির আসন্ন পুরভোটে টিকিট দেয়নি আম আদমি পার্টি (আপ)। তাই রবিবার হাই টেনশন বিদ্যুতের খুঁটিতে উঠে পড়লেন প্রাক্তন কাউন্সিলর। হুঁশিয়ারি, প্রার্থী হতে না পারলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন।

দিল্লির শাস্ত্রী পার্ক মেট্রো স্টেশনের কাছে হাই টেনশন বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন আপ নেতা হাসিব-উল-হাসান। অভিযোগ করেন, আপের ‘ভুল’ নীতির শিকার হয়েছেন তিনি। যত ক্ষণ না প্রার্থী হওয়ার আশ্বাস পাচ্ছেন, তত ক্ষণ নামবেন না। আত্মহত্যা করার হুমকিও দেন তিনি। নীচে দাঁড়িয়ে লোকজন তাঁকে নেমে আসার জন্য অনুরোধ করেন। প্রাক্তন কাউন্সিলর কান দেননি।

৪ ডিসেম্বর দিল্লিতে পুরভোট। প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে আপ। ১৩৪ জন প্রার্থীর নাম রয়েছে। তার মধ্যে ৭০ জনই মহিলা। প্রাক্তন বিধায়ক বিজেন্দ্র গর্গকে এ বারের পুরভোটে নারাইনা কেন্দ্রে প্রার্থী করেছে অরবিন্দ কেজরীওয়ালের দল। দিল্লির অন্যতম প্রবীণ কাউন্সিলর মুকেশ গোয়াল কংগ্রেস ছেড়ে সম্প্রতি আপে যোগ দিয়েছেন। তাঁকে আদর্শ নগর ওয়ার্ডে প্রার্থী করেছে আপ। কংগ্রেস ছেড়ে আপে যোগ দিয়েছেন গুড্ডি দেবী। তাঁকে টিমরপুরের মালকানগঞ্জে প্রার্থী করেছে আপ। এই নিয়ে দলের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছ। আপের একাংশের অভিযোগ, অন্য দল থেকে এলেই প্রার্থী করছে শীর্ষ নেতৃত্ব। শনিবার পুরভোটের দ্বিতীয় দফার প্রার্থীতালিকা প্রকাশ করেছে আপ। তালিকায় নাম রয়েছে ১১৭ জনের। তাতেও নাম না থাকায় রবিবার আত্মহত্যার চেষ্টা করেন হাসিব-উল-হাসান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

AAP Electric Attempt to Suicide Delhi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE