ত্রিপুরা পৌঁছেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে লাঠি দিয়ে আঘাত করেছেন বিজেপি কর্মীরা। শুনতে হয়েছে ‘গো-ব্যাক স্লোগান’-ও। সেই ভিডিও নিজের টুইটার হ্যান্ডলে শেয়ার করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দিন কয়েক আগেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তৃণমূল নেতাদের রাজ্যে আগমন প্রসঙ্গে বলেছিলেন, ‘‘ত্রিপুরার মানুষ ‘অতিথি দেব ভবঃ’ সংস্কৃতিতে বিশ্বাস করেন। তাই এখানে সবাই স্বাগত।’’