কেউ বলে ও ‘গুগল বয়’। কারও মতে তার ‘হাতির মতো স্মৃতি’। বয়স মোটে চার বছর ১০ মাস। ঝরঝর করে বলে দিচ্ছে দু’শোর বেশি দেশের নাম। সেই সব দেশের পতাকার রং, নকশাও মুখস্থ। শুধু তাই নয়, পর্যায় সারণীও ঠোঁটস্থ তার। গড়গড় করে বলে দেবে বিশ্বের তাবড় তাবড় নেতাদের নামও। বিষ্ময় বালক অভিষিক্ত কুমার গুপ্তর ‘খেল’ দেখে তাজ্জব বনে যাচ্ছেন ঝাড়খন্ডের সরমন্দি গ্রামের বাসিন্দারা।
রাঁচি থেকে ৬০ কিলোমিটার পূর্বে তামাদ ব্লকের সরমন্দি গ্রামে বাবা-মায়ের সঙ্গে থাকে অভিষিক্ত। বাবা কুলদীপ প্রসাদ গুপ্ত গ্রামেই চাষের কাজ করেন।
‘‘নতুন কিছু দেখলে কয়েক মিনিটের মধ্যে তা মুখস্থ করে নেয়। কয়েক মিনিটে নতুন বই পড়ে শেষ করে দেয়,’’ বললেন অভিষিক্তর বাবা কুলদীপ। গ্রামের সকলের কাছে বিস্ময় এই খুদে।