Advertisement
১৯ এপ্রিল ২০২৪

দিল্লি বিশ্ববিদ্যালয়ে জয়ী এবিভিপি

ভোটার পড়ুয়ার সংখ্যা প্রায় ১.৩০ লক্ষ হলেও শেষ পর্যন্ত ভোট পড়ে ৩৯.৯০ শতাংশ।

দিল্লি বিশ্ববিদ্যালয়।

দিল্লি বিশ্ববিদ্যালয়।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৯ ০২:২০
Share: Save:

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র নির্বাচনে হালে পানি না পেলেও, দিল্লি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বিপুল জয় পেল সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। সংগঠনের প্রধান চারটি পদের মধ্যে তিনটিতেই জিতেছেন এবিভিপি প্রার্থীরা।

গত কাল নির্বাচন ছিল দিল্লি বিশ্ববিদ্যালয়ে। ভোটার পড়ুয়ার সংখ্যা প্রায় ১.৩০ লক্ষ হলেও শেষ পর্যন্ত ভোট পড়ে ৩৯.৯০ শতাংশ। কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর থেকে সভাপতি পদটি ১৯ হাজার ভোটে ছিনিয়ে নেন এবিভিপি-র অঙ্কিত দহিয়া। দিল্লি বিশ্ববিদ্যালয়ের রামজস কলেজ থেকে স্নাতক হওয়ার পরে বর্তমানে আইন নিয়ে পড়ছেন অঙ্কিত।

সহ-সভাপতি পদে প্রদীপ তনওয়ার ও সহ-সম্পাদক পদে শিবাঙ্গি খরওয়াল জিতেছেন। দু’জনেই এবিভিপির সদস্য। সচিব পদে জিতে দলের অস্তিত্ব রক্ষা করেছেন এনএসইউআই-র আশীষ লম্বা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Delhi University Election ABVP NSUI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE