ধূ-ধূ মরুর মধ্যে একটি উট আর এক তরুণ। তাঁর কাতর আর্জি, মায়ের কাছে যেতে চান, উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাড়িতে। কিন্তু জনৈক কপিল তাঁর পাসপোর্ট আটকে রেখেছে। খুনের হুমকি দিচ্ছে। সৌদি আরবে আটকে পড়েছেন তিনি। এমনই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ায় নড়েচড়ে বসেছে বিদেশ মন্ত্রক।
সৌদি আরবে বিতর্কিত ‘কাফালা’ ব্যবস্থা রদ হয়েছে কিছু দিন আগেই। ওই আইনে বিদেশি শ্রমিকদের স্থানীয় পৃষ্ঠপোষকের সঙ্গে বাঁধা থাকতে হত। তিনিই ওই শ্রমিকের বাসস্থান, কর্মস্থল নিয়ন্ত্রণ করতেন। এর জেরে চাকরির নাম করে কার্যত ক্রীতদাস করে রাখার কথা শোনা যেত প্রায়ই। অভিযোগ উঠত, শ্রমিকের পাসপোর্ট আটকে রেখেছেন নিয়োগকারী, বেতন দিচ্ছেন না। শ্রমিক চাইলেও চাকরি বদলাতে পারতেন না। এমনকি পৃষ্ঠপোষকের অনুমতি ছাড়া পারতেন না প্রশাসনের দ্বারস্থ হতেও। এই প্রথা লোপের পরে এখন ভিন্দেশি পরিযায়ী শ্রমিকেরা পৃষ্ঠপোষকের অনুমতি বা এগ্জ়িট ভিসা ছাড়াই সৌদি আরব ছাড়তে পারেন।
সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়োর বিষয়ে অনেকে দৃষ্টি আকর্ষণ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। রিয়াধের ভারতীয় দূতাবাস তাতে জানিয়েছে, ওই তরুণকে খুঁজে বার করার চেষ্টা চলছে। কিন্তু বিশদ তথ্য না থাকায় এখনও কিছু করা যায়নি। সৌদি প্রশাসনের তরফে অবশ্য ওই ভিডিয়ো ভুয়ো বলে দাবি করে বলা হয়েছে, সমাজমাধ্যম হ্যান্ডলে দর্শক বাড়াতে মিথ্যা গল্প ফেঁদে সেটি তৈরি করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)