Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আইএএস অফিসারকে ব্ল্যাকমেলের চেষ্টা, গ্রেফতার এই অভিনেত্রী

পুলিশ সূত্রে খবর, বহু দিন ধরেই প্রবীণ আইএএস অফিসার রাধেশ্যাম মোপালওয়ারকে হুমকি দিচ্ছিলেন সতীশ মাঙ্গলে নামে এক প্রাইভেট ডিটেক্টিভ। রাধেশ্যাম মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন (এমএসআরডিসি)র ম্যানেজিং ডিরেক্টর।

অভিযুক্ত শ্রদ্ধার ছবি ফেসবুকের সৌজন্যে।

অভিযুক্ত শ্রদ্ধার ছবি ফেসবুকের সৌজন্যে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৭ ১২:৩৩
Share: Save:

এক আমলাকে ভয় দেখিয়ে ১০ কোটি টাকা প্রতারণা করার অভিযোগে এক অভিনেত্রীকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। অভিনেত্রীর সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর স্বামীকেও।

পুলিশ সূত্রে খবর, বহু দিন ধরেই প্রবীণ আইএএস অফিসার রাধেশ্যাম মোপালওয়ারকে হুমকি দিচ্ছিলেন সতীশ মাঙ্গলে নামে এক প্রাইভেট ডিটেক্টিভ। রাধেশ্যাম মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন (এমএসআরডিসি)র ম্যানেজিং ডিরেক্টর। সতীশকে প্রথম থেকেই সাহায্য করছিলেন তাঁর অভিনেত্রী স্ত্রী শ্রদ্ধা মাঙ্গলে। শ্রদ্ধা মরাঠী টেলিভিশন ও ফিল্মের পরিচিত মুখ। রাধেশ্যামের বিরুদ্ধে যেতে পারে এমন বেশ কিছু ভিডিও ও অডিও ক্লিপ তাঁদের কাছে আছে দাবি করে টাকা দাবি করতে থাকে তাঁরা। এমনকী দাবি মতো টাকা না দিলে সেই ‘তথ্য প্রমাণ’ টেলিভিশনে সম্প্রচারের হুমকিও দেওয়া হয়।

আরও পড়ুন: মার্সিডিজ থেকে বিএমডব্লিউ, কী নেই এই ‘প্রতারক’ অভিনেত্রীর!

ঠাণের পুলিশ কমিশনার পরমবীর সিংহ বলেন, “অন্তত দু’বার রাধেশ্যামের সঙ্গে বৈঠক করেন সতীশ। তৃতীয় বার একটি পাঁচ তারা হোটেলে বৈঠকের সময় পুরো কথোপকথন রেকর্ড করেন রাধেশ্যাম। সেখানে সতীশকে বলতে শোনা যায়, টাকার পরিমাণ ১০ কোটি থেকে ৭ কোটি করতে।”

এর পরেই ফাঁদ পাতে পুলিশ। এক কোটি টাকার জাল নোট-সহ সতীশের বাড়িতে পাঠানো হয় রাধেশ্যামকে। টাকা নেওয়ার সময় হাতনাতে গ্রেফতার করা হয় সতীশ ও শ্রদ্ধাকে।

তবে রাধেশ্যাম প্রথম নয়। এর আগেও বেশ কয়েক জনকে প্রতারিত করেছেন মাঙ্গলে দম্পতি। সেই তালিকায় আমলা থেকে রাজনীতিক, রয়েছেন অনেকেই। কী ভাবে প্রতারণা করতেন তাঁরা? পুলিশ সূত্রে খবর, প্রথমে টার্গেটের বেশ কিছু ভিডিও ও অডিও ক্লিপ জোগাড় করতেন তাঁরা। এর পর সেগুলিকে বিকৃত করে এমন ভাবে পেশ করা হত, যেন মনে হয় সেগুলি আসল।

আরও পড়ুন: ক্ষমতাশালী মহিলাদের তালিকায় পাঁচ ভারতীয়, এক বাঙালি

রাধেশ্যামের বিরুদ্ধে অবশ্য দুর্নীতির অভিযোগ নতুন নয়। এর আগে সতীশেরই করা এক অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত চলছে তাঁর। আপাতত তিনি ছুটিতেও রয়েছেন।

বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত সতীশের সংগ্রহে মার্সিডিজ থেকে বিএমডব্লিউর মতো একাধিক গাড়ি রয়েছে। মুম্বই, ঠাণে-সহ দেশ বিদেশে তাঁদের একাধিক সম্পত্তি রয়েছে বলেও সন্দেহ করছে পুলিশ। হাওয়ালার মাধ্যমে বিদেশে টাকা পাঠানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Extortion Actress Satish Mangle Shraddha Mangle
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE