ফের গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল এক অভিনেত্রীর। এ বার পথ দুর্ঘটনার বলি হলেন কন্নড় টিভি অভিনেত্রী রেখা সিন্ধু। চেন্নাই-বেঙ্গালুরু হাইওয়েতে শুক্রবার এই দুর্ঘটনা ঘটে। সূত্রের খবর, পারনামবুটের কাছে এই দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন, এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন বিক্রম
গত ২৯ এপ্রিল কলকাতায় লেক মলের কাছে পথদুর্ঘটনায় প্রাণ হারান মডেল সোনিকা সিংহ চৌহান। গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। গত বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে আদালতে মামলা দায়েরও হয়েছে। আজ এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন পেয়েছেন অভিনেতা। (_)
Kannada TV actor Rekha Sindhu dead in a car accident on Chennai-Bengaluru Highway pic.twitter.com/qVNP3OoIWI
— ANI (@ANI) May 5, 2017
গত ২৯ এপ্রিল কলকাতায় লেক মলের কাছে পথদুর্ঘটনায় প্রাণ হারান মডেল সোনিকা সিংহ চৌহান। গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। গত বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে আদালতে মামলা দায়েরও হয়েছে। আজ এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন পেয়েছেন অভিনেতা। (_)