Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Democracy

Officer Mocks Democracy: দেশের সবচেয়ে বড় ভুল গণতন্ত্র! মধ্যপ্রদেশের সরকারি আধিকারিকের মন্তব্যে শোরগোল

ওই সরকারি আধিকারিক বলেন, ‘‘দেশে সবচেয়ে বড় ভুল হল গণতন্ত্র। ভোট দিয়ে আপনি কী পেয়েছেন? ভোট দিয়েই সব দুর্নীতিগ্রস্ত নেতার জন্ম দিয়েছি আমরা।’’

ভিডিয়ো থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ জুলাই ২০২২ ১৩:০১
Share: Save:

দেশের সবচেয়ে বড় ভুল হল গণতন্ত্র প্রতিষ্ঠা! মধ্যপ্রদেশের সরকারি আধিকারিকের মুখে এ কথা শুনে হতভম্ব দেশ। শিবপুরির অতিরিক্ত কালেক্টর তথা জেলার যুগ্ম নির্বাচনী আধিকারিক উমেশপ্রকাশ শুক্লর এই মন্তব্য সম্বলিত ভিডিয়ো ভাইরাল হয়েছে। প্রশ্ন উঠেছে, এক জন সরকারি আধিকারিক প্রকাশ্যে এমন মনোভাব ব্যক্ত করেন কী করে!

মঙ্গলবার এক নির্দল প্রার্থী অতিরিক্তি কালেক্টরের কার্যালয়ে গিয়েছিলেন সরকারি ব্যালট পেপারের দাবি জানাতে। উমেশ জানান, তাঁর পক্ষে কিছুই করা সম্ভব নয়। তিনি বলেন, ‘‘দেশের সবচেয়ে বড় ভুল হল গণতন্ত্র। এটা থেকে আমাদের কী লাভ হয়েছে? ভোট দেওয়ার কোনও অর্থই হয় না। ভোট দিয়ে আপনি কী পেয়েছেন? ভোট দিয়েই সব দুর্নীতিগ্রস্ত নেতার জন্ম দিয়েছি আমরা।’’

প্রসঙ্গত, সরকারি কর্মীরা ‘ইলেক্টোরাল ডিউটি ব্যালট (ইডিভি)’-র মাধ্যমে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। কিন্তু তহশিল কার্যালয়ে ব্যালট ফুরিয়ে যাওয়ায় বহু সরকারি কর্মী ভোট দিতে পারেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Democracy Madhya Pradesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE