Advertisement
E-Paper

এ বার ডোনাল্ড ট্রাম্প! ডগ, ডগেশের পর বিহারে বাসস্থানের প্রমাণপত্র চেয়ে মার্কিন প্রেসিডেন্টের নামে আবেদন

বিহারে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় ‘বিশেষ ও নিবিড় সমীক্ষা’ (এসআইআর) করছে জাতীয় নির্বাচন কমিশন। কারা প্রকৃত ভোটার, কাদের নাম তালিকায় থাকবে, তা নির্ধারিত হচ্ছে কমিশন নির্ধারিত ১১টি নথির ভিত্তিতে। সেই আবহেই সমস্তিপুর জেলা প্রশাসনের কাছে এই অদ্ভূত আবেদনপত্রটি জমা পড়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১৬:৫২
‘ডোনাল্ড ট্রাম্প’-এর সেই আবেদনপত্র।

‘ডোনাল্ড ট্রাম্প’-এর সেই আবেদনপত্র। ছবি: এক্স।

আসন্ন নির্বাচনের আগে বিহারে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সমীক্ষা (স্পেশ্যাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) চলছে। তবু বিতর্ক যেন পিছু ছাড়ছে না। দিন কয়েক আগেই বিহারে নথি জমা পড়েছিল ‘ডগ বাবু’ এবং ‘ডগেশ বাবু’ নামে দুই সারমেয়র নামে। সেই নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই এ বার আবেদন জমা দিলেন খোদ ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প’! আবেদনপত্রে রয়েছে তাঁরই নাম এবং ছবি।

বিহারে বিধানসভা ভোটের আগে ভোটার তালিকায় ‘বিশেষ ও নিবিড় সমীক্ষা’ (এসআইআর) করছে জাতীয় নির্বাচন কমিশন। কারা প্রকৃত ভোটার, কাদের নাম তালিকায় থাকবে, তা নির্ধারিত হচ্ছে কমিশন নির্ধারিত ১১টি নথির ভিত্তিতে। সেই আবহে সমস্তিপুর জেলা প্রশাসনের কাছে এই অদ্ভূত আবেদনপত্রটি জমা পড়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। ওই আবেদনকারীকে চিহ্নিত করে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।

ইতিমধ্যে ‘ট্রাম্প’-এর সেই আবেদনপত্রের একটি ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে লেখা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের নাম। আবেদনটিতে ভুয়ো আধার নম্বর, ভোটার নম্বর এবং ঠিকানা রয়েছে। এমনকি, ট্রাম্পের একটি ছবিও রয়েছে তাতে। আবেদনে লেখা হয়েছে, ট্রাম্পের নিবাস বিহারের সমস্তিপুর জেলার পটোরি মহকুমার অন্তর্গত হাসানপুর গ্রামে!

কর্তৃপক্ষ ইতিমধ্যেই আবেদনটি বাতিল করে দিয়েছেন। পাশাপাশি, অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্তও শুরু হয়েছে। তবে এই ছবি প্রকাশ্যে আসতেই হাসির রোল পড়ে গিয়েছে সর্বত্র। শুরু হয়েছে সমালোচনাও। কী ভাবে নিয়মের ফাঁক গলে কিছু মানুষ মজার ছলে এ ধরনের আবেদন জমা দিচ্ছেন, তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। ডিজিটাল নথির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

অবশ্য নিয়মের অপব্যবহারের ঘটনা এই প্রথম নয়। গত মাসেই পটনার মাসৌরি এলাকায় ‘ডগ বাবু’ নামে একটি কুকুরকে বাসস্থানের প্রমাণপত্র দেওয়া হয়েছিল। সেই নিয়ে শোরগোলের মধ্যেই আবার ‘ডগেশ বাবু’ নামে আর এক কুকুরের নামে আবেদন জমা পড়ে। সেই মামলারও তদন্ত চলছে। তার মাঝেই ফের একই ধাঁচের ঘটনা ঘটল বিহারে।

Donald Trump Application Fake Certificate
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy