Advertisement
০৭ মে ২০২৪
Shashi Tharoor

তারুরের মুশারফ-টুইট নিয়ে তরজা অব্যাহত

মুশারফের প্রয়াণের পরে তারুর টুইটারে নিজের হ্যান্ডলে লিখেছিলেন, ‘এক সময় মুশারফ ছিলেন ভারতের চরম শত্রু। কিন্তু ২০০২ থেকে ২০০৭ সালে তিনিই শান্তি প্রক্রিয়ার এক প্রকৃত চালিকা শক্তি হয়ে ওঠেন’।

Picture of Shashi Tharoor.

কংগ্রেস সাংসদ শশী তারুর। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:১১
Share: Save:

পাকিস্তানের প্রয়াত সামরিক শাসক জেনারেল পারভেজ় মুশারফের প্রয়াণের পরে কংগ্রেস সাংসদ শশী তারুরের টুইট নিয়ে রাজনৈতিক তরজা আজও জারি রইল। বিজেপির আক্রমণের জবাব দিতে পাল্টা আক্রমণ শানিয়েছেন কেরলের এই কংগ্রেস সাংসদ। তাঁর টুইট-প্রশ্ন, অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন সরকার তা হলে কেন পারভেজ় মুশারফের সঙ্গে সংঘর্ষ-বিরতি নিয়ে আলোচনা করেছিল।

মুশারফের প্রয়াণের পরে তারুর টুইটারে নিজের হ্যান্ডলে লিখেছিলেন, ‘এক সময় মুশারফ ছিলেন ভারতের চরম শত্রু। কিন্তু ২০০২ থেকে ২০০৭ সালে তিনিই শান্তি প্রক্রিয়ার এক প্রকৃত চালিকা শক্তি হয়ে ওঠেন’। এর পরেই তারুরকে নিশানা করতে শুরু করেন বিজেপি নেতা। তাঁদের আক্রমণের নিশানা হন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। আজ পাল্টা আক্রমণের রাস্তা নিলেন তারুর। তাঁর টুইট, ‘বিজেপি নেতাদের কাছে আমার প্রশ্ন: দেশপ্রেমিক ভারতীয়দের কাছে মুশারফ যদি এত ঘৃণিতই হন, তা হলে ২০০৩ সালে বিজেপি সরকার কেন তাঁর সঙ্গে সংঘর্ষ-বিরতি নিয়ে আলোচনা করেছিল এবং ২০০৪ সালে বাজপেয়ী-মুশারফ যৌথ বিবৃতিতে সই করেছিলেন কেন? তখন কি তাঁকে শান্তির বিশ্বাসযোগ্য অংশীদার মনে হত না’?

এখানে থেমে থাকেননি তিরুঅনন্তপুরমের এই কংগ্রেস সাংসদ। তাঁর টুইট, ‘আমি এমন এক ভারতে বড় হয়েছি যেখানে আশা করা হয়— কেউ মারা গেলে তাঁর সম্পর্কে ইতিবাচক কথা বলা হবে। মুশারফ ছিলেন এক ক্ষমাহীন শত্রু এবং কার্গিল সংঘর্ষের জন্য দায়ী। কিন্তু ২০০২-২০০৭ পর্যন্ত তিনি নিজে উদ্যোগী হয়েছিলেন ভারত-পাকিস্তান শান্তি ফেরাতে। আমার চোখে তিনি বন্ধু নন, তিনি শান্তির মধ্যে কৌশলগত সুবিধা দেখেছিলেন’। নাম না করে তারুর ও কংগ্রেসকে নিশানা করেছেন দুই কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Shashi Tharoor Congress
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE