Advertisement
১৬ এপ্রিল ২০২৪

সংসদে রাহুলের আসন প্রথম সারিতে

বাড়তি বিতর্ক এড়াতে আজ সংসদের সেন্ট্রাল হলে প্রথম সারিতেই বসানো হয় রাহুল গাঁধীকে। যেখানে যৌথ অধিবেশনে বক্তৃতা দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

সোমবার সংসদে। ছবি: পিটিআই।

সোমবার সংসদে। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৮ ০৪:১৬
Share: Save:

রাজপথের ক্ষত মেরামতি সংসদে। প্রথম সারিতে বসতে দেওয়া হল রাহুল গাঁধীকে।

প্রজাতন্ত্র দিবসে রাজপথের কুচকাওয়াজে প্রথম সারির বদলে প্রথমে চতুর্থ, পরে ষষ্ঠ সারিতে বসানো হয় কংগ্রেসের সভাপতিকে। অথচ বিজেপি সভাপতি অমিত শাহ বসেন প্রথম সারিতে। তা নিয়ে জলঘোলাও হয়। বাড়তি বিতর্ক এড়াতে আজ সংসদের সেন্ট্রাল হলে প্রথম সারিতেই বসানো হয় রাহুল গাঁধীকে। যেখানে যৌথ অধিবেশনে বক্তৃতা দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বিজেপি জমানায় এ যাবৎ সনিয়া গাঁধী, রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদই বসতেন প্রথম সারিতে। দলের প্রাক্তন সহ-সভাপতি হিসেবে রাহুল পিছনের কোনও সারিতে বসে যেতেন। কিন্তু এ বারই প্রথম সনিয়ার পাশে বসানো হয় রাহুলকে। শুধু তাই নয়, বক্তৃতা শেষে খোদ রাষ্ট্রপতিও প্রথম সারির নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একটু থেমে সনিয়ার স্বাস্থ্য নিয়েও খোঁজ নেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি উভয়েই রাহুলের সঙ্গে করমর্দন করতে এগিয়ে আসেন।

আরও পড়ুন: জোটের অঙ্কে ময়দানে সনিয়া

সরকারের এক মন্ত্রী কবুল করেন, ‘‘রাজপথের প্যারেডে আসন নিয়ে যে হল্লা করেছে কংগ্রেস, সরকার তা নিয়ে আর বিতর্ক বাড়ানোর পক্ষপাতী নয়। এতে রাহুল গাঁধীরই প্রচার হচ্ছে।’’ অথচ রাজপথে পিছনের সারিতে রাহুলের বসা নিয়েই এই বিজেপি নেতারাই ফলাও করে বলছিলেন, কী কারণে প্রথম সারিতে বসার প্রত্যাশা করেন রাহুল? তিনি কোনও সাংবিধানিক পদে নেই।

রাহুল নিজে অবশ্য জানান, কোথায় তাঁকে বসানো হল, তার পরোয়া করেন না। কিন্তু কংগ্রেসের বক্তব্য ছিল, প্রোটোকলের উপরেও সৌজন্য বলে কিছু থাকে। নিয়মের দোহাই দিয়ে এখনও লোকসভায় কংগ্রেসকে প্রধান বিরোধী দলের মর্যাদা দেয়নি মোদী সরকার। অথচ রাজপথে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে অমিতকে প্রথম সারিতে বসানো হয়। রাহুলের ক্ষেত্রেও তা হবে না কেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE