হঠাৎই বিস্ফোরণ মাটির নীচে পুঁতে রাখা একের পর এক ল্যান্ডমাইনে! দেখতে দেখতে আশপাশের জঙ্গল ঘেরা এলাকায় ছড়িয়ে পড়ল আগুন। জম্মু ও কাশ্মীরের ভারত-পাক নিয়ন্ত্রণরেখার (এলওসি) ঘটনা।
সেনা সূত্রের খবর, সোমবার রাতে জম্মুর মেন্ধর সেক্টরে এলওসি লাগোয়া জঙ্গলে আগুন ধরেছিল। বুধবার বিকেলে তা এলওসি লাগোয়া পুঞ্চ সেক্টরে ছড়িয়েছে। অগ্নিকাণ্ডের ব্যাপকতা ক্রমশ বাড়তে থাকায় সক্রিয় হয়েছে সেনা। এক সেনাকর্তা বুধবার বলেন, ‘‘নিয়ন্ত্রণরেখার ওপার (পাক অধিকৃত কাশ্মীর) থেকে আগুন এসেছে। আমরা গত দু’দিন ধরে নেভানোর চেষ্টা করছি।’’