Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Anil Baijal

Anil Baijal: ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে ইস্তফা দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল

বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে লেখা ইস্তফাপত্রে ‘ব্যক্তিগত কারণে’ পদ ছাড়ার কথা জানিয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার বৈজল।

অনিল বৈজল।

অনিল বৈজল। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মে ২০২২ ১৮:৫৮
Share: Save:

ইস্তফা দিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজল। বুধবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে লেখা পদত্যাগপত্রে বৈজল ‘ব্যক্তিগত কারণে’ পদ ছাড়ার কথা জানিয়েছেন।

২০১৬ সালের ডিসেম্বরে তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গ ইস্তফা দেওয়ায় বৈজলকে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। ১৯৬৯ ব্যাচের আইএএস অফিসার বৈজল অটলবিহারী বাজপেয়ীর সরকারের আমলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব পদে ছিলেন।

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর পদে গত পাঁচ বছরে একাধিক বার অরবিন্দ কেজরীবালের সরকারের সঙ্গে সঙ্ঘাতে জড়িয়েছেন বৈজল। দিল্লি সরকারের অফিসারদের বদলি থেকে ফাইল আটকে রাখার মতো নানা অভিযোগ তুলে বৈজলের সরকারি বাংলোর সামনে ধর্নায়ও বসতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী কেজরীবালকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE