—প্রতীকী ছবি।
গেরুয়া বাহিনীর কোপে এ বার বরাক-সুরমা নাট্য উৎসব। কবি শ্রীজাতের শিলচরের অনুষ্ঠান এরা মাঝপথে বানচাল করে দিয়েছিল। এ বার অভিযোগ, ভয় দেখিয়ে তারা নাট্য উৎসব স্থগিত রাখতে বাধ্য করেছে। শ্রীজাতের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি কবিতায় ‘আপত্তিকর’ শব্দবন্ধ ব্যবহার করেছেন। এ ক্ষেত্রে আপত্তি, একটি ফেসবুক পোস্ট নিয়ে। উদ্বোধনী পর্বে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সচিব শুভপ্রসাদ নন্দী মজুমদারকে সংবর্ধনা জানানোর সিদ্ধান্ত নিয়েছে ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি। শুভপ্রসাদ পুলওয়ামা হামলার পর ফেসবুকে লিখেছিলেন, ভোটের আগে যুদ্ধ বাঁধানোর আশঙ্কা আগে থেকেই করা হচ্ছিল। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারে দিনকয়েক ধরেই এ নিয়ে তাঁকে গালিগালাজ করা হচ্ছে। পরে নাট্য উৎসব নিয়েও হুঁশিয়ারি দেওয়া হয়। আয়োজকরা জানিয়েছেন, একটি গোষ্ঠী বিরুদ্ধে অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি করেছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy