Advertisement
E-Paper

রক্ষী শিবিরেই হামলা, লুঠ অস্ত্র

পুলিশ কনভয়ে আক্রমণ চালানোর ৪৮ ঘণ্টার মধ্যে ফের মণিপুর পুলিশের উপরে বড় হামলা চালাল নাগা জঙ্গিরা। এ বার নবগঠিত নোনে জেলার নুংকাও এলাকায় সাত নম্বর ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের চৌকিতে হানা দিয়ে অস্ত্র লুঠ করল জঙ্গিরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৬ ০৩:০০

পুলিশ কনভয়ে আক্রমণ চালানোর ৪৮ ঘণ্টার মধ্যে ফের মণিপুর পুলিশের উপরে বড় হামলা চালাল নাগা জঙ্গিরা। এ বার নবগঠিত নোনে জেলার নুংকাও এলাকায় সাত নম্বর ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের চৌকিতে হানা দিয়ে অস্ত্র লুঠ করল জঙ্গিরা। রাজ্য সরকার ঘটনার জন্য সংঘর্ষবিরতিতে থাকা এনএসসিএন (আইএম) গোষ্ঠীকেই দায়ী করলেও তারা দায় এড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, আজ সকাল ১১টা নাগাদ প্রায় ৭০ জন সশস্ত্র জঙ্গি নুংকাওয়ের আইআরবি পোস্টে আক্রমণ চালায়। আরপিজি লঞ্চার, মর্টার, মেশিনগান, স্বয়ংক্রিয় বিদেশি রাইফেল নিয়ে কয়েকটি গাড়ি ভর্তি জঙ্গিরা শিবিরটি ঘিরে ফেলে। জঙ্গিরা পোস্টে হামলা করে প্রচুর অস্ত্র ও গুলি নিয়ে গিয়েছে বলে জানা গেলেও লুঠ হওয়া অস্ত্রের সংখ্যা সরকারি ভাবে রাত পর্যন্ত জানানো হয়নি। বেসরকারি সূত্রে খবর, অন্তত ২০টি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র লুঠ হয়েছে।

এই ঘটনার পরে অবিলম্বে আইএমের সঙ্গে চলা কেন্দ্রের সংঘর্ষবিরতি চুক্তি ভাঙার দাবি তুলেছে মণিপুর সরকার। শাসক দল কংগ্রেসের দাবি, নাগা জঙ্গিদের সঙ্গে নাগাল্যান্ডে চুক্তি কার্যকর হলেও তার সুবিধে নিয়ে তারা মণিপুরে যা ইচ্ছে তাই করতে পারে না। মণিপুরে আইএমের বিরুদ্ধে কড়া পুলিশি অভিযান চলবে। কেন্দ্রকেও অবিলম্বে হস্তক্ষেপ করতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। এনএসসিএন (আইএম)-এর তরফে ভি হরাম বলেছেন, মণিপুরে পুলিশ কনভয়ে জঙ্গি হামলা বা আজকের হামলায় তাদের হাত নেই। মণিপুর পুলিশ ও প্রশাসন সেই দাবি উড়িয়ে দিয়েছে। তারা নিশ্চিত, এর পিছনে আইএম রয়েছে।

এ দিকে, পর পর হামলার পরেও মুখ্যমন্ত্রী ওক্রাম ইবোবি সিংহ নতুন জেলা উদ্বোধনের অনুষ্ঠানগুলি বাতিল করছেন না। গত কালই তিনি চূড়চাঁদপুর ভেঙে তৈরি নোনে জেলার উদ্বোধন করেন। তাঁর দাবি, জঙ্গিদের বুলেট মণিপুর সরকারের মাথা নোয়াতে পারবে না। এর মধ্যেই গত কাল সন্ধ্যায় পশ্চিম ইম্ফলের নাগা কলোনিতে দু’টি বিস্ফোরণ হয়। যার দায় নিয়েছে মণিপুর নাগা রেভেলিউশনারি ফ্রন্ট বা এমএনআরএফ। এ দিন উত্তেজিত জনতা নাগা জঙ্গিদের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করে মণিপুরের সবচেয়ে বড় গির্জা মণিপুর ব্যাপটিস্ট কনভেনশন চার্চে ভাঙচুর করে।

Naga Terrorist
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy