সঠিক এন আর সি তৈরির দাবিতে উত্তাল হল হাইলাকান্দি। নাগরিকত্ব সুরক্ষা সংগ্রাম কমিটির ডাকে আজ কয়েকশো বিক্ষোভকারী আইন-অমান্য করে জেলাশাসকের দফতরের ঢোকার চেষ্টা করলে উত্তেজনা ছডা়য়। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধ্বস্তি হয়। সুরক্ষা কমিটির অভিযোগ, এতে তাঁদের ১২ জন সমর্থক আহত হয়েছেন। আন্দোলনকারীদের গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
নাগরিকত্ব সুরক্ষা সংগ্রাম কমিটির অরুণাংশু ভট্টাচার্য ও সুশীল পাল বলেন, ‘‘সর্বভারতীয় নীতি মেনেই অসমে এনআরসি নবীকরণ করা হোক। তার আগে ‘ডাউটফুল ভোটার’ সমস্যার সমাধান করতে হবে।’’ সদর থানার ওসি কনকচন্দ্র নাথ জানান, ১০৭ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছিল।