Advertisement
১৮ এপ্রিল ২০২৪

স্কুলে বিক্ষোভ পড়ুয়াদের

স্কুল কর্তৃপক্ষকে ঘুষ দেওয়া হয়নি, তাই পরীক্ষায় তাদের পাশ করানো হয়নি— এমনই অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছিল ৮০ জন পড়ুয়া। পুলিশ সেখানে পৌঁছলে দু’পক্ষে ধস্তাধ্বস্তি শুরু হয়। অভিযোগ, পুলিশি লাঠিচার্জে ৪ পড়ুয়া জখম হয়। তবে, পুলিশ পাল্টা জানিয়েছে, লাঠি চালানো হয়নি। বিক্ষোভকারীদের ইট-পাথরে কয়েক জন পুলিশই আগত হয়েছেন। আজ ঘটনাটি ঘটে রাঁচির একটি বেসরকারি স্কুলের সামনে।

শেষ আপডেট: ৩১ মে ২০১৫ ০২:৪৭
Share: Save:

স্কুল কর্তৃপক্ষকে ঘুষ দেওয়া হয়নি, তাই পরীক্ষায় তাদের পাশ করানো হয়নি— এমনই অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছিল ৮০ জন পড়ুয়া। পুলিশ সেখানে পৌঁছলে দু’পক্ষে ধস্তাধ্বস্তি শুরু হয়। অভিযোগ, পুলিশি লাঠিচার্জে ৪ পড়ুয়া জখম হয়। তবে, পুলিশ পাল্টা জানিয়েছে, লাঠি চালানো হয়নি। বিক্ষোভকারীদের ইট-পাথরে কয়েক জন পুলিশই আগত হয়েছেন। আজ ঘটনাটি ঘটে রাঁচির একটি বেসরকারি স্কুলের সামনে। পুলিশ জানায়, অশোক আকাডেমির ১২৭ জন পড়ুয়া স্টার ইন্টারন্যাশনাল স্কুলের রেজিস্ট্রেশনে সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা দিয়েছিল। ফলাফলে দেখা যায়, ৮০ জন পরীক্ষার্থী ‘০’ শতাংশ পেয়েছে। ওই পড়ুয়ারা অভিযোগ করে, স্টার ইন্টারন্যাশনাল তাদের কাছে ৫ হাজার টাকা করে চেয়েছিল। তা না দেওয়াতেই এই ফল হয়েছে। তবে, অভিযোগ অস্বীকার করেছে স্কুল কর্তৃপক্ষ। রাঁচির সিটি এসপি জয়া রায় বলেন, ‘‘পুলিশ লাঠিচার্জ করেনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

agitation school student Ranchi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE