Advertisement
১৯ মে ২০২৪

মনোনয়ন ঘিরে ক্ষোভ বিজেপিতে

ভোটের টিকিট ঘিরে হাইলাকান্দি বিজেপিতে অন্তর্দ্বন্দ্বের চোরাস্রোত বইতে শুরু করেছে।

নিজস্ব সংবাদদাতা
হাইলাকান্দি শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২৬
Share: Save:

ভোটের টিকিট ঘিরে হাইলাকান্দি বিজেপিতে অন্তর্দ্বন্দ্বের চোরাস্রোত বইতে শুরু করেছে।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে কয়েক জনের নাম সংবাদমাধ্যমে দেখানোর জেরে বিরোধী সুর শোনা গিয়েছে দলীয় সমর্থকদের একাংশের মধ্যে। নিজেদের সক্রিয় বিজেপি কর্মী হিসেবে দাবি করেছেন তাঁরা। জেলা বিজেপির ৩ নেতার নাম প্রার্থী হিসেবে আলোচিত হওয়ার বিরুদ্ধে প্রদেশ সভাপতির কাছে তাঁরা নালিশও ঠুকেছেন। হাইলাকান্দি জেলার তিনটি নির্বাচন কেন্দ্রের জন্য সংবাদমাধ্যমে প্রকাশিত সম্ভাব্য প্রার্থীর তালিকায় জেলা বিজেপি সভাপতি ক্ষিতীশরঞ্জন পাল, জেলার সাধারণ সম্পাদক সুব্রত নাথ এবং স্বপন ভট্টাচার্যের নাম এসেছে। জেলা বিজেপির এই সদস্যরা প্রার্থী মনোনয়ন কমিটির সদস্য বলে উল্লেখ করেছেন ‘ক্ষুব্ধ’ ওই দলীয় সমর্থকরা। প্রদেশ বিজেপি সভাপতির কাছে পাঠানো স্মারকপত্রে তাঁরা জানিয়েছেন— দলের জেলা কমিটির পদাধিকারী ও প্রার্থী মনোনয়নের কোর কমিটির সদস্যদের নাম সম্ভাব্য টিকিট-প্রাপকদের তালিকায় রয়েছে। এতে প্রার্থী মনোনয়ন পদ্ধতির স্বচ্ছতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এ বিষয়ে নজর রাখতে দলের শীর্ষ নেতৃত্বকে অনুরোধ জানিয়েছেন তাঁরা। ওই স্মারকপত্রের প্রতিলিপি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত সাহ, সাধারণ সম্পাদক রাম মাধব, ধর্মেন্দ্র প্রধান, মহেন্দ্র সিংহের কাছেও পাঠানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Agitation candidate selection BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE