Advertisement
E-Paper

মিশেলের মুখে ‘মিসেস গাঁধী’!

কংগ্রেস নেতাদের বলে দেওয়া ‘চিত্রনাট্য’টাই যেন মিলে গেল! মিলে গেল তাঁদের আশঙ্কাও! 

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ০১:৪৩
 ক্রিশ্চিয়ান মিশেল। ফাইল চিত্র

ক্রিশ্চিয়ান মিশেল। ফাইল চিত্র

কংগ্রেস নেতাদের বলে দেওয়া ‘চিত্রনাট্য’টাই যেন মিলে গেল! মিলে গেল তাঁদের আশঙ্কাও!

অগুস্তা ওয়েস্টল্যান্ড কপ্টার দুর্নীতিতে সনিয়া এবং রাহুল গাঁধীর নামই টেনে আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

আজ দিল্লির আদালতে ইডি দাবি করল, অগুস্তা-কপ্টার কাণ্ডে ধৃত ক্রিশ্চিয়ান মিশেল জেরায় ‘মিসেস গাঁধী’-র নাম বলেছেন। তবে কী প্রসঙ্গে ওই নাম তিনি বলেছেন, তা এখনই বলা যাবে না বলেও দাবি করল ইডি।

সনিয়ার সঙ্গে রাহুলের নামও জড়িয়ে ইডি-র দাবি, ‘ইটালীয় মহিলার ছেলে’-র কথাও বলেছেন মিশেল, যিনি ‘দেশের পরবর্তী প্রধানমন্ত্রী’ হতে চলেছেন। ভিভিআইপিদের ব্যবহারের চপারের বরাত পেতে অগুস্তার হয়ে দালালের কাজ করেছিলেন মিশেল। আজ পাটিয়ালা হাউস কোর্টে বিশেষ সিবিআই আদালতে ইডি-র আইনজীবী ডি পি সিংহের আরও দাবি, ‘‘মিশেলের সঙ্গে অগুস্তার চিঠিপত্রে ‘বিগ ম্যান আর’ বলে এক জনের উল্লেখ মিলেছে। কে এই ‘বিগ ম্যান আর’ তা খুবই স্পষ্ট। তা সত্ত্বেও এ বিষয়ে মিশেলকে আরও জিজ্ঞাসাবাদ করতে হবে।’’

গত কয়েক মাস ধরে রাফাল-কাণ্ডে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করছেন রাহুল। তার পরেই সংযুক্ত আরব আমিরশাহি থেকে মিশেলকে ফেরাতে সক্রিয় হয় মোদী সরকার। ডিসেম্বরের শুরুতে মিশেলের প্রত্যর্পণের পরেই কংগ্রেস নেতারা বলেছিলেন, মিশেলকে ‘কাজে লাগিয়ে’ গাঁধী পরিবারের নাম জড়ানোর চেষ্টা করবে মোদী সরকার এবং তাদের নিয়ন্ত্রণে থাকা তদন্ত সংস্থাগুলি। আমিরশাহিতে মিশেল গ্রেফতার হওয়ার পরে তাঁর আইনজীবীও দাবি করেছিলেন, মোদী সরকারের তদন্ত সংস্থাগুলি মিশেলকে একটি বিশেষ পরিবারের নাম বলার জন্য চাপ দিচ্ছে।

আজ আদালতে ইডি বস্তুত সেই কাজটাই করল! পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে শোচনীয় হারের পরে ঘুরে দাঁড়াতে এখন ইডি-র দাবিকেই অস্ত্র করে গাঁধী পরিবারকে নিশানা করছে বিজেপি। কংগ্রেসের পাল্টা অভিযোগ, সিবিআই-ইডি-কে রাজনৈতিক স্বার্থে কাজে লাগাচ্ছে মোদী সরকার। কংগ্রেসের প্রশ্ন, জিজ্ঞাসাবাদের আগেই ইডি কী ভাবে বুঝল, কে ওই ‘বিগ ম্যান আর’?

রাফালে রাহুলের অভিযোগ ছিল, রাষ্ট্রায়ত্ত সংস্থা হ্যাল-কে বাদ দিয়ে অনিল অম্বানীর সংস্থাকে বরাত পাইয়ে দিয়েছেন মোদী। আজ আদালতে ইডি-র দাবি, মিশেল তাঁদের জানিয়েছেন, অগুস্তা চপার-চুক্তিতে হ্যাল-কে সরিয়ে টাটার সংস্থাকে প্রস্তাব দেওয়া হয়েছিল।

প্রত্যর্পণের পরে মিশেল প্রথমে সিবিআই হেফাজতে ছিলেন। তার পরে তাঁকে ইডি-র হেফাজতে পাঠানো হয়। আজ বিশেষ আদালতে মিশেলকে আরও ৮ দিনের জন্য হেফাজতে চেয়ে ইডি-র দাবি, ‘‘পরশু জেরার সময় মিশেল ‘মিসেস গাঁধী’র নাম করেছেন। অগুস্তার সঙ্গে তাঁর

চিঠিপত্রে ইটালীয় মহিলার পুত্র, যিনি পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন, বিগ ম্যান আর-এরও উল্লেখ রয়েছে।’’ বিচারক চন্দ্র শেখর মিশেলকে ৭ দিনের জন্য ইডি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

ইডি-র এ দিনের দাবির জবাবে কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেন, ‘‘কোনও দিন এমন আশ্চর্য কথা শুনিনি! তা-ও আবার আদালতের সামনে ইডি-র দাবি। মোদী সরকার জঘন্য প্রচার চালাচ্ছে। নির্লজ্জের মতো সরকারি তদন্তকারী সংস্থাকে কাজে লাগানো হচ্ছে। সিবিআইয়ের কোমর ভেঙে দেওয়া হয়েছে। ইডি-র কোনও বিশ্বাসযোগ্যতা নেই। এ সব হল বিদায় নিতে চলা সরকারের শেষবেলার ছটফটানি।’’

পাল্টা সরব বিজেপিও। ইডি আদালতে ওই দাবি করার পরেই বিজেপি দফতরে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, ‘‘মিশেল যা বলেছেন বলে ইডি জানিয়েছে, তাতে একটি পরিবারের দিকেই আঙুল ওঠে। কংগ্রেসের সরকার দুর্নীতিগ্রস্ত ছিল। তারা জাতীয় নিরাপত্তার সঙ্গেও আপস করেছে।’’

আইনজীবীর সঙ্গে শলাপরামর্শ করে মিশেল ‘মিসেস গাঁধী’ সংক্রান্ত প্রশ্ন এড়ানোর চেষ্টা করছেন বলে ইডি আজ আদালতে অভিযোগ তুলেছে। তাদের দাবি, মিশেল আইনজীবীকে একটি কাগজের টুকরোয় ‘মিসেস গাঁধী’ সংক্রান্ত প্রশ্নের কথা জানিয়ে প্রশ্ন এড়ানোর পরামর্শ চাইছিলেন। তাই আইনজীবীদের সঙ্গে তাঁর দেখা করা বন্ধ হোক। মিশেলের আইনজীবী আলজো কে জোসেফ যুক্তি দেন, মিশেলের কিছু প্রশ্ন ছিল। তিনি একটি কাগজ দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু সেটা তাঁরা দেখার আগেই ইডি অফিসারেরা তা নিয়ে নেন। জোসেফের প্রশ্ন, ‘‘এটা কি ইডি-র দোষ নয়? তারা মিশেলকে এ সব করতে দিল কী ভাবে?’’ জোসেফের দাবি, মিশেল ডিসলেক্সিয়ায় ভুগছেন। ইডি-র অভিযোগ শুনে বিচারকের নির্দেশ, সকাল-সন্ধ্যায় মাত্র ১৫ মিনিটের জন্য আইনজীবীদের সঙ্গে দেখা করতে পারবেন মিশেল। তবে মিশেলের সঙ্গে দূরত্ব রেখে কথা বলতে হবে আইনজীবীদের।

ইডি-র এ দিনের দাবি এবং অভিযোগের পিছনে সরাসরি প্রধানমন্ত্রীর হাত রয়েছে বলে অভিযোগ কংগ্রেসের। ঘটনাচক্রে আজই গাজিপুরে এক জনসভায় মোদী বলেন, ‘‘চৌকিদারের জন্য অনেক চোরের ঘুম নষ্ট হয়েছে।’’ এর পরেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর পি এন সিংহ বলেন, ‘‘চৌকিদার কেন ইডি-কে একটি পরিবারের নাম করার জন্য চাপ দিচ্ছেন? মনে হচ্ছে, বিজেপির চিত্রনাট্য লেখকরা ওভারটাইম কাজ করছেন!’’

AgustaWestland case Sonia Gandhi Christian Michel ED Rahul Gandhi Congress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy