রাজপ্রাসাদ ছেড়ে পালিয়েছিলেন দুবাইয়ের রাজকন্যা। তাঁকে ‘আটক’ করে দুবাইয়ে ফেরত পাঠিয়েছিল ভারত। তার ‘উপহার’ হিসেবেই অগুস্তা ওয়েস্টল্যান্ড দুর্নীতিতে অভিযুক্ত ব্রিটিশ দালাল ক্রিশিয়ান মিশেলকে ভারতে পাঠাতে সংযুক্ত আরব আমিরশাহি সাহায্য করেছে বলে সরকারি সূত্রের খবর।
সিবিআইয়ের একটি সূত্রের খবর, চলতি বছরের গোড়ায় দুবাইয়ের শাসক, আমিরশাহির প্রধানমন্ত্রী শেখ মহম্মদ বিন রশিদ আল-মাকতুমের কন্যা শেখ লতিফা একটি জাহাজে চেপে পালিয়ে গোয়ায় ঢোকার চেষ্টা করেছিলেন। কিন্তু ভারতের উপকূলরক্ষী বাহিনী সেই জাহাজ আটক করে রাজকন্যাকে দুবাইয়ে ফেরত পাঠায়। এর পরেই মিশেলের ব্যাপারে সাহায্য করতে সক্রিয় হয়ে ওঠে দুবাই। আমিরশাহির যুবরাজ মহম্মদ বিন জায়েদও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মিশেল আদতে ব্রিটিশ নাগরিক। আজ নয়াদিল্লিতে ব্রিটিশ হাইকমিশন মিশেলের সঙ্গে দেখার করতে চেয়ে অনুরোধ করেছে। এ দিকে বুধবার রাত থেকে সিবিআই দফতরে জেরা করা হচ্ছে মিশেলকে। সিবিআই মুখপাত্র বলেন, ব্রিটিশ হাইকমিশনের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে।