ভোটমুখী বিহার-সহ দেশের নানা প্রান্তের কৃষকের সঙ্গে ‘প্রতারণা’র অভিযোগ তুলে সরব হল সিপিএমের সংগঠন সারা ভারত কৃষকসভা। সংগঠনের সাধারণ সম্পাদক বিজু কৃষ্ণন এবং সভাপতি অশোক ধাওয়ালের অভিযোগ, বিহারে ২০২৪-২৫ অর্থবর্ষে ধান, গম ও ভুট্টাচাষিরা প্রায় ১০ হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন। গত ৯ বছরে এই ক্ষতির পরিমাণ আনুমানিক ৭১ হাজার কোটি টাকা। নেতৃত্ব ‘তথ্য’ দিয়ে বৃহস্পতিবার দাবি করেছেন, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য, প্রধানমন্ত্রী কিসান সম্মাননিধির নামেও প্রতারণা করেছে নরেন্দ্র মোদীর সরকার। এ ছাড়া, দুধ, আনাজ, ফল, বাণিজ্যিক ফসল, মাংস, ডিম, মাছের মতো নানা পণ্য এখনও সহায়ক মূল্যের আওতার বাইরে হওয়ায় সমস্যা বেড়েছে। অভিযোগ, প্রতি দিন দেশে ঋণের কারণে ৩১ জন কৃষক আত্মহত্যা করছেন। বিজুদের অভিযোগ, “এই সবই হচ্ছে বৃহৎ পুঁজির মুনাফা নিশ্চিত করার জন্য। শুধুমাত্র ২০২৪-২৫ সালে ২০টি প্রধান খরিফ ও রবি ফসলে ক্ষতির পরিমাণ ৩ লক্ষ কোটি টাকা।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)