Advertisement
E-Paper

ওড়িশায় ভেঙে পড়ল যুদ্ধবিমান

ওড়িশায় ভেঙে পড়ল আইএএফ-এর একটি যুদ্ধবিমান। বিমানটি ভেঙে পড়ার পর বিস্ফোরণে ধ্বংস হয়ে গেলেও দু’জন পাইলট নিরাপদেই আছেন। ময়ূরভঞ্জ জেলার বিষয়ীর কুদরশাহি গ্রামে বুধবার দুপুর সোয়া একটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা-বম্বে জাতীয় সড়কের ধারে। সংবাদ সংস্থা সূত্রে খবর, এ দিন হক জেট ট্রেনার এ ৩৪৯২ যুদ্ধবিমানটি নিয়ে মহলায় ব্যস্ত ছিলেন দু’জন পাইলট।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৫ ১৭:৩৪
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

ওড়িশায় ভেঙে পড়ল আইএএফ-এর একটি যুদ্ধবিমান। বিমানটি ভেঙে পড়ার পর বিস্ফোরণে ধ্বংস হয়ে গেলেও দু’জন পাইলট নিরাপদেই আছেন। ময়ূরভঞ্জ জেলার বিষয়ীর কুদরশাহি গ্রামে বুধবার দুপুর সোয়া একটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা-বম্বে জাতীয় সড়কের ধারে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, এ দিন হক জেট ট্রেনার এ ৩৪৯২ যুদ্ধবিমানটি নিয়ে মহলায় ব্যস্ত ছিলেন দু’জন পাইলট। বিমানটি ভেঙে পড়লেও তাঁরা ঠিক সময়ে বেরিয়ে আসতে পেরেছিলেন। বিষয়ী ব্লক ডেভেলপমেন্ট অফিসার শম্ভুনাথ পণ্ডিত জানান, দু’জনেই সম্পূর্ণ সুস্থ আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি ভেঙে পড়ার পরেই এক বিশাল বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে জায়গাটির চারপাশে গ্রামবাসীদের ভিড় জমে যায়। আগুন নেভানোর জন্য বারিপদা থেকে দমকল বাহিনীও চলে আসে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে। খবরটা পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে যান জেলার উচ্চপদস্থ সরকারি অফিসারেরাও। ময়ূরভঞ্জের এসপি অনুপ কৃষ্ণও ঘটনাস্থলে হাজির ছিলেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য।

Air Force Fighter Jet odisha blast
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy