অহমদাবাদের দুর্ঘটনার পর এ বার বিমানে বোমাতঙ্ক! তাইল্যান্ডে জরুরি অবতরণ করল দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান। নামিয়ে আনা হল বিমানের সকল যাত্রীকে।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার তাইল্যান্ডের পুকেট থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। ঠিক তার পরেই বিমানে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পর সঙ্গে সঙ্গেই বিমানটিকে তাইল্যান্ডে জরুরি অবতরণ করানো হয় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তাইল্যান্ডের বিমানবন্দরের এক আধিকারিক রয়টার্স-কে জানিয়েছেন, জরুরি অবতরণের পরেই সকল অর্থাৎ, ১৫৬ জন যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়।
বিমানের গতিবিধির উপর নজর রাখার ওয়েবসাইট ‘ফ্লাইটরেডার২৪’ বলছে, শুক্রবার তাইল্যান্ডের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় বিমানটি নয়াদিল্লির উদ্দেশে যাত্রা শুরু করে। কিন্তু তার পর নির্ধারিত পথে না গিয়ে আন্দামান সাগরের দিকে বেঁকে যায় বিমানটি। তার পরেই আবার সেটি পুকেটে ফিরে আসে।
বৃহস্পতিবার অহমদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে যাত্রা শুরুর পাঁচ মিনিট পরেই ভেঙে পড়ে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান। অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, বিমানটিতে ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩০ জন যাত্রী এবং ১২ জন বিমানকর্মী। এক জন বাদে বাকি সকলেরই মৃত্যু হয়েছে ওই দুর্ঘটনায়। ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে (সেটির সত্যতা আনন্দবাজার ডট কম যাচাই করেনি)। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওড়ার কিছু ক্ষণ পরেই বিমানের লেজের অংশটি নীচের দিকে নামতে নামতে হঠাৎ মাটিতে ভেঙে পড়ে। বিমানটি ভেঙে পড়েছে বিমানবন্দর চত্বরের মধ্যেই। ঠিক তার পাশেই মেঘানিনগর এলাকা।