আসন্ন গ্রীষ্মে দিল্লি, অমৃতসর, আমদাবাদ বিমানবন্দর থেকে ইউরোপের বিভিন্ন গন্তব্যে উড়ানের সংখ্যা বাড়াচ্ছে এয়ার ইন্ডিয়া। তার মধ্যে আবার বেশ কয়েকটি ক্ষেত্রে এ-৩২১ শ্রেণির এয়ারবাস শ্রেণির উড়ানের বদলে বোয়িং (বি-৭৮৭) ড্রিম লাইনার শ্রেণির উড়ান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। তবে কলকাতার জন্য কোনও সুখবর নেই। যাত্রীদের চাহিদার সঙ্গে সাযুজ্য রেখেই বর্ধিত স্বাচ্ছন্দ্যের ওই সব উড়ান চালানো হচ্ছে বলে খবর।
বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে কলকাতা বিমানবন্দর থেকে লন্ডন ও ইউরোপগামী উড়ান চালানোর প্রশ্নে টাটা গোষ্ঠীকে আবেদন জানানোর কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাটা গোষ্ঠীর চেয়ারম্যানের কাছ থেকে আশ্বাস মেলার কথাও জানিয়েছিলেন তিনি। কলকাতা থেকে কবে লন্ডন এবং ইউরোপের অন্যান্য গন্তব্যে উড়ান চলবে তা নিয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। বরং কলকাতা থেকে বর্ধিত স্বাচ্ছন্দ্যযুক্ত বিজনেস ক্লাস শ্রেণির উড়ানের পরিষেবা গুটিয়ে নেওয়া নিয়ে জল্পনা ছড়ানোয় উদ্বেগ বেড়েছে।
বস্তুত, অন্তর্দেশীয় উড়ানের পরিষেবার ক্ষেত্র প্রসারিত হওয়ার পর গত এক দশকে কলকাতা বিমানবন্দর থেকে কম ভাড়ার ' ইকনমি ' ক্লাসের উড়ানের যাত্রী কার্যত লাফিয়ে লাফিয়ে বেড়েছে। তুলনায় বেশি ভাড়ার উড়ানের যাত্রী হ্রাস পাওয়ায় আন্তর্জাতিক উড়ানের সংখ্যা কমেছে।
গত, নভেম্বর মাসে টাটা গোষ্ঠীর চারটি উড়ান সংস্থা মিশিয়ে দুটি সংস্থায় পরিণত করা হয়। তার মধ্যে এয়ার ইন্ডিয়াকে ‘ফুল সেগমেন্ট’ বা সর্ববিধ স্বাচ্ছন্দ্য যুক্ত পরিষেবার উড়ান হিসেবে তুলে ধরার পরিকল্পনা করা হয়। অন্যদিকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে তুলনামূলক কম ভাড়ার ' ইকনমি ' শ্রেণির উড়ান হিসেবে তুলে ধরার কথা জানানো হয়।
সংস্থা আসন্ন গ্রীষ্মে ৩০ মার্চ থেকে ইউরোপের নানা গন্তব্যে উড়ানের সংখ্যা বাড়াচ্ছে। তার মধ্যে দিল্লি থেকে লন্ডন পথে নিয়মিত উড়ানের সংখ্যা সপ্তাহে তিনটি বাড়ানোর পাশাপাশি ওই পথে বোয়িং উড়ান চালানোর কথা জানিয়েছে। পাশাপাশি উড়ানের সংখ্যা বাড়ছে অমৃতসর এবং বার্মিংহাম এবং লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের মধ্যেও। ইউরোপের অন্যান্য গন্তব্যের মধ্যে দিল্লি থেকে জুরিখ এবং ভিয়েনার উড়ানের সংখ্যাও বাড়াচ্ছে এয়ার ইন্ডিয়া। এশিয়ার দেশগুলোর মধ্যে দিল্লি থেকে হংকংয়ের মধ্যে সপ্তাহে সাত দিন এয়ারবাস শ্রেণির উড়ানের পরিবর্তে বি -৭৮৭ ড্রিম লাইনার উড়ান চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। সংস্থার ওই ঘোষণায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস শ্রেণিতেও কলকাতা থেকে পরিষেবা বৃদ্ধির কোনও খবর নেই।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)