মহিলারা সবচেয়ে বেশি যে ক্যানসারে আক্রান্ত হন, তা হল স্তন ক্যানসার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানাচ্ছে, বিশ্বের ১৮৫টি দেশের মধ্যে ১৫৭টি দেশেরই পরিসংখ্যানে দেখা গিয়েছে মহিলারা সবচেয়ে বেশি এই ক্যানসারেই আক্রান্ত হয়েছেন। শুধু তা-ই নয়, ২০২২ সালের একটি হিসাবে দেখা যাচ্ছে এক বছরে ২৩ লক্ষ মহিলার স্তন ক্যানসার ধরা পড়েছে। ওই একই বছরে স্তন ক্যানসারের কারণে মারা গিয়েছেন ৬ লক্ষ ৭০ হাজার মহিলা। চিন্তার বিষয় হল, ৮০ শতাংশ স্তন ক্যানসারের রোগীর ক্ষেত্রে ক্যানসার পরবর্তী কালে শরীরের অন্য অঙ্গেও ছড়ানোর ভয় থাকে। কিন্তু সম্প্রতি এক গবেষণায় দেখা গিয়েছে যে, এই ক্যানসার ফিরে আসা এবং তা আবার শরীরে ছড়িয়ে পড়ার প্রবণতা কমতে পারে স্তন ক্যানসারের চিকিৎসা পদ্ধতিতে কিছু বদল আনলে।
নতুন গবেষণা সংক্রান্ত খবরটি প্রকাশিত হয়েছে ‘নেচার ক্যানসার’ মেডিক্যাল জার্নালে। সেখানে বলা হচ্ছে, স্তন ক্যানসার হওয়ার পরে রোগীদের শরীরে ক্যানসার ফিরে না আসার যে চিকিৎসা করা হয়, তা মূলত অ্যান্টি-ইস্ট্রোজেন ট্রিটমেন্ট। কারণ, অধিকাংশ স্তন ক্যানসারই হয় ‘ইস্ট্রোজেন রিসেপ্টর পজ়িটিভ' বা 'ইআর পজ়িটিভ’।
সমস্যা হল, এই চিকিৎসায় রোগীদের শরীরে নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়াও হয়। রোগীদের কারও হাড়ে ক্ষয় ধরতে শুরু করে, কারও পেশি এবং অস্থিসন্ধিতে যন্ত্রণা হয়, কারও কারও হট ফ্লাশ বা আচমকা প্রবল গরম লাগার মতো সমস্যাও হতে শুরু করে। গবেষকেরা জানিয়েছেন, এই পার্শ্বপ্রতিক্রিয়া সামলানোর যে চিকিৎসা, তাতে সামান্য বদল আনলে ভবিষ্যতে ক্যানসারের আরও বেশি ছড়িয়ে পড়ার আশঙ্কা কমানো যেতে পারে।
আরও পড়ুন:
কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা দীর্ঘ গবেষণার পরে এ ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছেছেন। তাঁরা জানাচ্ছেন, স্তন ক্যানসারের যে রোগীরা ‘ইআর পজ়িটিভ’, তাঁদের ক্যানসারের চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে অধিকাংশ ক্ষেত্রেই লেট্রোজ়ল গোত্রের ওষুধ ব্যবহার করা হয়। বিশেষ করে মেনোপজ় হয়ে যাওয়ার পরে স্তন ক্যানসার হলে অস্ত্রোপচারের পরে কেমোথেরাপি বা রেডিয়েশন অথবা উভয় ধরনের চিকিৎসাই করা হয়ে থাকে রোগীর। সে ক্ষেত্রে ক্যানসার প্রতিরোধ করতে এবং ইস্ট্রোজেনের মাত্রা কমাতে যে লেট্রোজ়ল দেওয়া হয়, তার সঙ্গে যদি কৃত্রিম প্রোজেস্টেরনও দেওয়া হয়। তবে ক্যানসার জাতীয় কোষের বৃদ্ধির মাত্রা আরও কমে।
ওই ধরনের কৃত্রিম প্রোজেস্টেরন হতে পারে মেগেস্টেরল অ্যাসিটেট। এর আগেও বিভিন্ন গবেষণায় মেগেস্টেরলের ইতিবাচক প্রভাব দেখা গিয়েছে। গবেষকেরা জানাচ্ছেন, স্তন ক্যানসারের রোগীদের চিকিৎসায় অল্প পরিমাণে মেগেস্টেরলের ডোজ়ও রোগীদের সেরে ওঠায় কাজ করেছে বেশি।