নতুন বছরে প্রথম বড় উৎক্ষেপণ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর! সোমবার ঠিক সকাল ১০টা ১৮ মিনিটে পিএসএলভি-সি৬২ রকেটে চেপে মহাকাশে পাড়ি দিল ১৫টি কৃত্রিম উপগ্রহ। একই সঙ্গে মহাকাশে পাঠানো হল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও)-এর তৈরি কৃত্রিম উপগ্রহ ‘অন্বেষা’কেও। মহাকাশ থেকেই শত্রুর উপর কড়া নজরদারি করবে সে।
সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে উৎক্ষপণ করা হয়েছে ‘অন্বেষা’কে, যার পোশাকি নাম ইওএস-এন১। নজরদারির জন্য বিশেষ ভাবে তৈরি এই কৃত্রিম উপগ্রহ মহাকাশ থেকে ছবি তুলতে পারবে। নির্ভুল মানচিত্রও তৈরি করতে পারবে। বিভিন্ন সূত্রের দাবি, ভারতের শত্রু দেশগুলির কোথায় কী রাখা আছে, তা-ও চিহ্নিত করতে পারবে অন্বেষা। একই রকেটে পাঠানো হচ্ছে আরও ১৪টি কৃত্রিম উপগ্রহকে, যার মধ্যে ভারতের বেসরকারি সংস্থা ‘ধ্রুব স্পেস’-এর সাতটি কৃত্রিম উপগ্রহও রয়েছে। এ ছাড়াও রয়েছে ফ্রান্স, নেপাল, ব্রাজ়িল-সহ বিভিন্ন দেশের মোট আটটি কৃত্রিম উপগ্রহ।
ঘটনাচক্রে, এটি পিএসএলভি-র ৬৪তম উৎক্ষেপণ। গত বছরের মে মাসের ব্যর্থতার পর এই অভিযান নিয়ে বেশ উৎকণ্ঠা ছিল নানা মহলে। সে সময় ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠানোর চেষ্টা করা হয়, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে শেষপর্যন্ত সেটিকে মহাকাশে প্রতিস্থাপন করা যায়নি।