Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ভারতেই কারখানা গড়তে চায় এয়ারবাস

কিনলেন যুদ্ধবিমান, আর আশ্বাস আদায় করলেন ভারতের মাটিতেই যাত্রিবাহী বিমান তৈরির। প্যারিসের আলোচনার টেবিলে দু’টি ক্ষেত্রেই সফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের বাজারে শুধু বিক্রি নয়, বিশ্বের বড় শিল্প সংস্থাগুলির উৎপাদনও যাতে এ দেশের মাটিতেই হতে পারে, সে জন্য ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগান তুলেছিলেন মোদী। সেই ভাবনা নিয়েই শনিবার প্রধানমন্ত্রী পৌঁছেছিলেন ফ্রান্সের তুলুসে, এয়ারবাস-এর শিল্প কারখানায়।

এয়ারবাস-এর কারখানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ফ্রান্সের তুলুসে। ছবি: টুইটারের সৌজন্যে।

এয়ারবাস-এর কারখানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ফ্রান্সের তুলুসে। ছবি: টুইটারের সৌজন্যে।

সংবাদ সংস্থা
প্যারিস শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৫ ০৩:২৯
Share: Save:

কিনলেন যুদ্ধবিমান, আর আশ্বাস আদায় করলেন ভারতের মাটিতেই যাত্রিবাহী বিমান তৈরির। প্যারিসের আলোচনার টেবিলে দু’টি ক্ষেত্রেই সফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ভারতের বাজারে শুধু বিক্রি নয়, বিশ্বের বড় শিল্প সংস্থাগুলির উৎপাদনও যাতে এ দেশের মাটিতেই হতে পারে, সে জন্য ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগান তুলেছিলেন মোদী। সেই ভাবনা নিয়েই শনিবার প্রধানমন্ত্রী পৌঁছেছিলেন ফ্রান্সের তুলুসে, এয়ারবাস-এর শিল্প কারখানায়। কূটনীতির আলোচনার বৃত্তের বাইরে গিয়ে একটি শিল্পসংস্থার কারখানায় প্রধানমন্ত্রীর এ ভাবে পৌঁছে যাওয়া স্বাভাবিক ভাবেই ফ্রান্সের শিল্পমহলকে উৎসাহিত করে তুলেছে। তাঁকে স্বাগত জানিয়ে যাত্রিবাহী বিমান প্রস্তুতকারক সংস্থাটির সিইও টম এন্ডারস জানিয়েছেন, ‘মেক ইন ইন্ডিয়া’ –র ভাবনাকে সমর্থন জানিয়ে ভারতের মাটিতে কারখানা গড়তে তাঁরা আগ্রহী। সেখানে বিমান তৈরি করে ভারত ও বিশ্বের অন্য দেশগুলিতে বিক্রি করার কথা ভাবা যেতে পারে।

এয়ারবাসের এই আশ্বাস নিয়ে টুইটারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মোদীও। তুলুসে তাঁর সঙ্গী হয়েছিলেন ফ্রান্সের বিদেশমন্ত্রী লর‌্যাঁ ফাবিউস। ভারতের মতো দেশের প্রধানমন্ত্রী তাদের কারখানায় পৌঁছে যাওয়ায় উচ্ছ্বাস চেপে রাখেননি এয়ারবাসের শীর্ষ কর্তারা। এয়ারবাস ইতিমধ্যেই ভারতে দু’টি ইঞ্জিনিয়ারিং কেন্দ্র গড়ে তুলেছে। এ দিন মোদীকে তারা আশ্বাস দিয়েছে, আগামী পাঁচ বছরে ভারত থেকে বিরাট ভাবে আউটসোর্সের পরিকল্পনা নিচ্ছেন তারা। এই অঙ্ক এই সময়ের ভিতরে ৪০ কোটি মার্কিন ডলার থেকে বেড়ে ২০০ কোটি মার্কিন ডলারে পৌঁছবে।

ভারতীয় পড়ুয়াদের সঙ্গে নিজস্বী তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার ফ্রান্সের তুলুসে। ছবি: রয়টার্স।

দু’দিনের ফান্স সফরের শুরুতেই রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে আলোচনা সেরে নিয়েছেন মোদী। ছত্রিশটি অত্যাধুনিক রাফাল যুদ্ধবিমান কিনতে চেয়ে প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদকে তিনি অনুরোধ করেছেন। ভারতের চাহিদা মতো এগুলির নকশা তৈরি হবে, তাই বিমান পেতে কিছু দিন সময় লেগে যাবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পর্রীকর। দীর্ঘ সতেরো বছর ধরে কোনও আধুনিক যুদ্ধবিমান কেনেনি ভারত। ফলে ফ্রান্স থেকে রাফাল কেনার সিদ্ধান্ত ভারতীয় বিমানবাহিনীতে অক্সিজেন জোগাতে সাহায্য করবে বলেই এ দিন দাবি করেছেন পর্রীকর। জানিয়েছেন, দু’বছরের মধ্যে এই বিমানগুলি ভারতের সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

বিদেশের মাটিতে সাফল্যের দাবি যদিও মোদী বিরোধীদের একেবারেই খুশি করতে পারেনি। শুধু বিরোধীরাই বা কেন, আপত্তি উঠেছে তাঁর ঘরের ভিতরেই। রাফাল যুদ্ধবিমান নিয়ে মোদীর তৎপরতায় কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। তাঁর মন্তব্য, ‘‘মিনিমাম গভর্নমেন্ট আর ম্যাক্সিমাম গভর্নেন্সের কথা বলেন নরেন্দ্র মোদী। তিনি এখন ফ্রান্সে গিয়ে যুদ্ধবিমান কিনছেন, আর প্রতিরক্ষা মন্ত্রী পর্রীকর মাছ কিনছেন গোয়ার বাজারে!’’ দিগ্বিজয় বিরোধী দলের লোক, তিনি খুঁত ধরবেনই, কিন্তু রাফাল নিয়ে আপত্তি তুলেছেন খোদ বিজেপির কর্মসমিতির সদস্য সুব্রহ্মণ্যম স্বামী। জানিয়েছেন, ভারত যদি এই ত্রুটিপূর্ণ বিমান কেনে, তা হলে আদালতের দরজায় পৌঁছে যাবেন তিনি। ঘরে বাইরের এই বিতর্ককে পাশ কাটিয়ে মোদী যদিও দিনভর ব্যস্ত ছিলেন তাঁর ‘মেক ইন ইন্ডিয়া’-র স্বপ্ন সফল করতে।

এ দিন প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সেনাদের স্মারক দেখতে যান প্রধানমন্ত্রী। মোদী ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর স্পেস স্টাডিজ-এও গিয়েছিলেন। সেখানে তাঁকে ঘিরে থাকা ভারতীয় ছাত্রছাত্রীদের সঙ্গে নিজস্বী তোলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE