Advertisement
২২ মে ২০২৪

সব হিংসার জন্য দায়ী পুরুষই, ‘বোমা’ মানেকার

ফের বোমা ফাটালেন মানেকা গাঁধী। বিতর্কের ঝড় উঠল কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গাঁধীর মন্তব্যে। ফেসবুকে, প্রশ্নোত্তরে।

ডেক্সটপের সামনে মানেকা।—ছবি ফেসবুকের সৌজন্য

ডেক্সটপের সামনে মানেকা।—ছবি ফেসবুকের সৌজন্য

সংবাদসংস্থা
শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১৮:৪৫
Share: Save:

ফের বোমা ফাটালেন মানেকা গাঁধী।

বিতর্কের ঝড় উঠল কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গাঁধীর মন্তব্যে। ফেসবুকে, প্রশ্নোত্তরে।

মানেকা বললেন, ‘‘যাবতীয় হিংসার জন্য দায়ী শুধু পুরুষই।’’ এরপর যা স্বাভাবিক, সেটাই হল। তুমুল বিতর্ক।

মানেকা, যিনি সব সময়েই খেলতে ভালোবাসেন ‘স্ট্রেট ব্যাট’-এ, বহুদিন পর ফেসবুকে নানা প্রশ্নের জবাব দিতে এসে সোমবার আবার বুঝিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি।

পরিস্থিতি যতই অন্য রকম হোক না কেন, মিডিয়া-কর্ত্রী ইন্দ্রাণী মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর। মানেকার জবাব অনেকেরই পছন্দ হয়নি। পাল্টা প্রশ্নে মানেকাকে তা বুঝিয়ে দিতেও চেষ্টায় কসুর করেননি।

তাঁর মন্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে মানেকা সম্প্রতি গুরগাঁওয়ে সৌদি আরবের দুই কুটনীতিকের কাছে দুই নেপালি পরিচারিকার ধর্ষিত হওয়ার ঘটনাটির উল্লেখ করেন।

তবে আইনসভায় মহিলাদের জন্য আসন-সংরক্ষণের প্রশ্নে সেই মানেকাকেই কিছুটা ‘ডিফেন্সিভ’ হয়ে যেতে দেখা গিয়েছে! মানেকার কথায়, ‘‘এ ব্যাপারে আমার নিজস্ব কিছু মতামত রয়েছে। তবে খুব শীঘ্রই ওই বিল সংসদে আসবে বলে আমার মনে হয় না।’’

মহিলাদের প্রশ্নেরই বেশি জবাব দিয়েছেন মানেকা। শুধু এক প্রশ্নকর্তার নাম ‘বরুণ গাঁধী’ দেখে একটু বেশিই উৎসাহিত হয়ে পড়তে দেখা যায় মানেকাকে। ওই প্রশ্নকর্তাকে মানেকা বলেন, ‘‘নামটা আমার খুব চেনা-চেনা লাগছে!’’

সাংসদ বরুণ গাঁধীর মায়ের নামটা যে মানেকাই!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maneka Gandhi facebook
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE