লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে দায়ের হওয়া মামলা খারিজ করে দিল ইলাহাবাদ হাই কোর্ট। সোমবার মামলা খারিজ করে মামলাকারীকে অন্য কোনও আইনি পথের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছে ইলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চ।
এর আগে রাহুলের দ্বৈত নাগরিকত্ব বিতর্কে গত ২১ এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছিল ইলাহাবাদ হাই কোর্ট। কেন্দ্র সদুত্তর দিতে না-পারায় সেই সময়সীমা আরও ১০ দিন বাড়িয়ে ৫ মে-র মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়। সোমবার ওই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছিল। বিচারপতি এআর মাসুদি এবং বিচারপতি অজয়কুমার শ্রীবাস্তবের বেঞ্চের নির্দেশ ছিল, রাহুলের নাগরিকত্ব প্রসঙ্গে ওই দিনই কেন্দ্রকে স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে আদালতে। তবে সোমবারও ওই রিপোর্ট জমা দিতে পারেনি স্বরাষ্ট্র মন্ত্রক। এর পরেই মামলাটি খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। দুই বিচারপতির বেঞ্চের যুক্তি, মামলাকারীর আবেদনটির নিষ্পত্তির জন্য কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে পারছে না কেন্দ্র। ফলে ওই আবেদন বিচারাধীন রাখার কোনও অর্থ হয় না।
আরও পড়ুন:
রাহুলের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ প্রথম তুলেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। সে সময় সুব্রহ্মণ্যম রাহুলের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকেও অভিযোগ জানিয়েছিলেন। তাঁর দাবি ছিল, ব্রিটেনের প্রশাসনের কাছে জমা দেওয়া কিছু নথিপত্রে রাহুল নিজেকে ব্রিটিশ নাগরিক বলে উল্লেখ করেছেন। ভারতের আইন দ্বৈত নাগরিকত্ব রাখার অনুমতি দেয় না। সে কথা উল্লেখ করে রাহুলের পাসপোর্ট বাতিলেরও দাবি জানিয়েছিলেন সুব্রহ্মণ্যম। পরে এই নিয়ে ইলাহাবাদ হাই কোর্টের দ্বারস্থ হন বিগ্নেশ শিশির নামে এক বিজেপি কর্মী। সেখানেই রাহুলের নাগরিকত্ব সংক্রান্ত মামলাটি এত দিন বিচারাধীন ছিল। এ বার তা খারিজ করে দিল উচ্চ আদালত। প্রসঙ্গত, এর আগে নাগরিকত্ব বিতর্কে রাহুলের সাংসদপদ বাতিল করার আবেদন জানিয়ে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছিল ইলাহাবাদ হাই কোর্টের লখনউ বেঞ্চে। ওই আবেদনও খারিজ করে দিয়েছিল আদালত।