সুপ্রিম কোর্টের রায়ে পদ ফিরে পেয়েছেন। কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত অফিসমুখো হননি। তবে রাত পোহাতেই সিবিআই অধিকর্তার পদে দায়িত্বভার নিলেন অলোক বর্মা। বুধবার সকালেই দিল্লিতে সিবিআই-এর সদর কার্যালয়ে এসে বুঝে নেন দায়িত্বভার।
গত ২৩ অক্টোবর মধ্যরাতে সিবিআই ডিরেক্টর অলোক বর্মাকে ছুটিতে পাঠানোর নির্দেশিকা জারি করে মোদী সরকার। ছুটিতে গিয়েও এই নির্দেশিকার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন বর্মা। সেই মামলায় মঙ্গলবার কেন্দ্রের ওই নির্দেশিকা খারিজ করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। ফলে অলোক বর্মার ফের সিবিআই ডিরেক্টরের পদ ফিরে পাওয়ার ক্ষেত্রে সমস্ত জটিলতা কেটে যায়। তবে মঙ্গলবার রাত পর্যন্ত তিনি দফতরে যাননি।
মূলত অলোক বর্মার সঙ্গে সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিবাদের জেরেই ছুটিতে পাঠানো হয় দু’জনকেই। ভারপ্রাপ্ত অধিকর্তা হিসেবে দায়িত্বভার নিয়েছিলেন এন নাগেশ্বর রাও। তিনি অলোক বর্মার ঘনিষ্ঠ এক ঝাঁক অফিসারকে বদলি করে দিয়েছিলেন। এবার অলোক বর্মা সেই সব অফিসারদের ফিরিয়ে এনে রাকেশ আস্থানার বিরুদ্ধে তদন্তে গতি বাড়াতে পারেন।
Delhi: CBI Chief #AlokVerma arrives at CBI headquarters to take charge. pic.twitter.com/dmXRE3ZMag
— ANI (@ANI) January 9, 2019
আরও পড়ুন: হিন্দি বলয়ে হারের পর প্রশ্ন নিয়েই সায় উচ্চবর্ণের সংরক্ষণ বিলে
আরও পড়ুন: রথযাত্রা কুড়ি দিনে নামাতে রাজি বিজেপি
যদিও সুপ্রিম কোর্ট জানিয়েছে, আপাতত কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না অলোক বর্মা। কিন্তু বদলি হওয়া ওই অফিসারদের ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনও প্রভাব পড়বে না বলেই মনে করছে ওয়াকিবহাল শিবির। কারণ নাগেশ্বর রাওয়ের বিরুদ্ধেও একই নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের।