প্রবল বর্ষণে বিপর্যস্ত রাজধানী দিল্লি-সহ দেশের নানা প্রান্ত। রবিবার সকাল থেকে অনবরত বৃষ্টি যেন দুর্ভোগের মাত্রা এক ধাক্কায় আরও বাড়িয়ে দেয় দিল্লির। গত চার দিন ধরে টানা বৃষ্টিতে দক্ষিণ, মধ্য এবং পূর্ব দিল্লির নীচু এলাকাগুলির বাসিন্দারা কার্যত জলবন্দি হয়ে পড়েছেন। যদিও মুখ্যমন্ত্রী কেজরীবাল দাবি করেছেন, এ বছর বৃষ্টিতে খুব কম জায়গাতেই জল জমেছে। তিনি টুইট করেন, “গত ৩৬ ঘণ্টায় ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সরকার পুরো বিষয়ের উপর নজর রাখছে। গত বছরের তুলনায় জল কম জমেছে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে।”
আগামী ২৪ ঘণ্টায় দিল্লিতে আরও বৃষ্টি হবে বলে মৌসম ভবন সূত্রে খবর। বৃষ্টির পাশাপাশি রাজধানীর তাপমাত্রাও অনেকটা কমে গিয়েছে। শনিবার থেকে ১৪৭.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে, যা এই মরসুমে সর্বোচ্চ।
প্রবল বর্ষণে বাড়ি ভেঙে পড়ে বিহারের কাইমুর জেলায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৩ জনের। উত্তরপ্রদেশে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে আরও ৩ জনের।