Advertisement
E-Paper

উপমহাদেশে শান্তি চায় বাংলাদেশ, পাক উপপ্রধানমন্ত্রীর সঙ্গে কথার পরে বার্তা ইউনূসের উপদেষ্টার

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দারের সঙ্গে টেলিফোনে আলোচনার পরেই মুখ খুললেন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন!

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ মে ২০২৫ ০০:১৩
মুহাম্মদ ইউনূস।

মুহাম্মদ ইউনূস। —ফাইল চিত্র।

পহেলগাঁও হত্যাকাণ্ডের পরে ভারত-পাক সংঘাতের আবহে এ বার প্রতিক্রিয়া এল বাংলাদেশের তরফে। তাৎপর্যপূর্ণ ভাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দারের সঙ্গে টেলিফোনে আলোচনার পরেই এ বিষয়ে মুখ খুললেন মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন!

তৌহিদ মঙ্গলবার বলেন, ‘‘বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় শান্তি চায়। এখানে কোনও সংঘাত হোক, তা চায় না। তবে ভারত কিছু না বললে আগ বাড়িয়ে কিছু বলার প্রয়োজন দেখছে না বাংলাদেশ।’’ বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোয় প্রকাশিত খবর জানাচ্ছে, পহেলগাঁও কাণ্ডের প্রতিক্রিয়া ভারতের তরফে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখার বিষয়ে তৌহিদকে অবহিত করেছেন পাক উপপ্রধানমন্ত্রী।

সাংবাদিক বৈঠকে তৌহিদ মঙ্গলবার বলেন, ‘‘বাংলাদেশ চায় আলাপ-আলোচনার মাধ্যমে যে কোনও সমস্যার সমাধান হোক। ঘটনা যা ঘটেছে আর পাকিস্তান কী কী পদক্ষেপ করেছে, সে সম্পর্কে অবহিত করার জন্য পাকিস্তানের বিদেশমন্ত্রী ফোন করেছিলেন।’’ বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশের কাছে কোনও সহযোগিতা চেয়েছেন কি না, জানতে চাওয়া হলে অন্তর্বর্তী সরকারের বিদেশ উপদেষ্টা বলেন, ‘‘আমার কাছে তিনি কোনও সহযোগিতা চাননি। বাংলাদেশ চায়, শান্তি বজায় থাকুক। উত্তেজনা বাড়তে পারে, এমন কোনও ঘটনা যাতে না ঘটে, এটাই বাংলাদেশের প্রত্যাশা।’’

এই অঞ্চলে শান্তির বিষয়ে পাকিস্তানকে যে বার্তা দেওয়া হয়েছে, তা ভারতকেও দেওয়া হবে কি না জানতে চাইলে তৌদিদের মন্তব্য— ‘‘এটা আমি জানি না। যদি দিল্লি আমার কাছে জানতে চায়, তা হলে আমি একই কথা বলব। তবে তারা না চাইলে আমার তো আগ বাড়িয়ে কিছু বলার প্রয়োজন নেই। ইসলামাবাদ থেকে যে হেতু ফোন এসেছে, তাই জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ শান্তি চায়। আমরা চাই না এখানে (দক্ষিণ এশিয়া) কোনও সংঘাত হোক।’’

Bangladesh India Pakistan Tension
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy