নয়াদিল্লিতে বিএসএফের এক অনুষ্ঠান থেকে পাকিস্তানকে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার শাহ জানান, কেবল পাক জঙ্গিঘাঁটিগুলিকে ধ্বংস করতেই সামরিক অভিযান চালিয়েছিল ভারত। এই সূত্রেই তিনি বলেন, “পাকিস্তান সন্ত্রাসবাদীদের উপর হামলাকে নিজেদের উপর হামলা বলে মনে করে।” একই সঙ্গে শাহ মনে করিয়ে দেন, ভারতের হানায় হত জঙ্গিদের শেষকৃত্যে উপস্থিত ছিলেন পাক সেনার আধিকারিকেরা। এই দুই উদাহরণ টেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারতে সন্ত্রাসবাদের মদতদাতা যে পাকিস্তান, তা স্পষ্ট হয়ে গিয়েছে।”
পহেলগাঁও কাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে শাহ বলেন, “পাক মদতপুষ্ট জঙ্গিরা ধর্মপরিচয় জিজ্ঞাসা করে নিরীহ মানুষদের তাঁদের পরিবারের সামনেই খুন করেছিল। ‘অপারেশন সিঁদুর’ হল ওই হামলার জবাব। আজ বিশ্ব ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতার প্রশংসা করছে।”
আরও পড়ুন:
‘অপারেশন সিঁদুর’-এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ধন্যবাদ জানিয়েছেন শাহ। শাহের দাবি, বহু দশক ধরে ভারত পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদের শিকার। কিন্তু বহু বছর ধরে পাকিস্তানকে ‘উচিত জবাব’ দেওয়া হয়নি। ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার গঠন হওয়ার পর পরিস্থিতি বদলে যায় বলে জানান শাহ। উরির ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “ওরা আমাদের জওয়ানদের পুড়িয়ে মারার দুঃসাহস দেখিয়েছিল। আমরা তার পরেই প্রথম বারের জন্য জঙ্গিঘাঁটিতে ঢুকে জঙ্গিদের সমুচিত জবাব দিয়ে আসি।”
প্রসঙ্গত, বৃহস্পতিবার পহেলগাঁও হামলার প্রত্যাঘাত নিয়ে রাজস্থানের বিকানেরের জনসভা থেকে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে মোদী বলেছিলেন, “ভারতমায়ের সেবায় বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকব। পহেলগাঁও সন্ত্রাসে ১৪০ কোটি দেশবাসী আহত হয়েছিল। কিন্তু সিঁদুর যখন বারুদে পরিণত হয়, তার পরিণতি কী হয়, তা দেখল গোটা বিশ্ব!”