Advertisement
০৭ মে ২০২৪

রাজনাথকে সরিয়ে অমিতকেই কার্যত সরকারের দু’নম্বর করলেন মোদী

বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে বাঁ দিকে অমিত শাহ আর ডান দিকে রাজনাথকে বসালেন মোদী। প্রধানমন্ত্রীর দফতরে গাঁধী ও বল্লভভাই পটেলের মূর্তিতে ফুল দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় ইনিংস সুরু করলেন মোদী।

নতুন মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার। এএফপি

নতুন মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার। এএফপি

দিগন্ত বন্দ্যোপাধ্যায়
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জুন ২০১৯ ০৩:৫৩
Share: Save:

শপথগ্রহণ অনুষ্ঠানে তাও রাজনাথ সিংহকে মাঝখানে রেখেছিলেন। আজ সেই বেড়াটিও ভেঙে দিলেন নরেন্দ্র মোদী। রাজনাথকে সরিয়ে অমিত শাহকে স্বরাষ্ট্রমন্ত্রী করে বকলমে তাঁকেই সরকারের ‘দু’নম্বর’ করে দিলেন প্রধানমন্ত্রী।

বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে বাঁ দিকে অমিত শাহ আর ডান দিকে রাজনাথকে বসালেন মোদী। প্রধানমন্ত্রীর দফতরে গাঁধী ও বল্লভভাই পটেলের মূর্তিতে ফুল দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় ইনিংস সুরু করলেন মোদী। চারটি প্রধান মন্ত্রক— যাকে ‘বিগ-ফোর’ বলা হয়, সেখানেও বদল হল। অমিত পেলেন স্বরাষ্ট্র, রাজনাথ প্রতিরক্ষা, নির্মলা সীতারামন অর্থ। আর প্রাক্তন বিদেশসচিব এস জয়শঙ্কর সুষমা স্বরাজের জায়গায় এলেন বিদেশ দফতরে। ‘বিগ-ফোর’-এর বাকি মন্ত্রীদের এক জন করে প্রতিমন্ত্রী দেওয়া হলেও ব্যতিক্রম অমিতের ক্ষেত্রে। তেলঙ্গানায় দলের প্রাক্তন সভাপতি জি কিষাণ রেড্ডি ও বিহারে দলের সভাপতি নিত্যানন্দ রাই— দু’জন প্রতিমন্ত্রী দেওয়া হল অমিতের স্বরাষ্ট্রে।

এখনও কেউ জানেন না, স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব নিয়েও কত দিন সভাপতি পদ ধরে রাখবেন অমিত। ধরে নেওয়া হচ্ছে, জগৎপ্রকাশ নড্ডাকে বিজেপির পরবর্তী সভাপতি করা হবে। তবে রাজনাথের থেকে অমিত দায়িত্ব নেওয়ার মধ্যেও দু’মাসের ব্যবধান ছিল। খাতায়-কলমে এখনও রাজনাথ সরকারের দ্বিতীয় ব্যক্তি। কিন্তু অমিতের নতুন প্রতিমন্ত্রী কিষাণ রেড্ডি বলেই দিলেন, ‘‘সরকারে দু’নম্বর ব্যক্তির প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়ে আমি ভাগ্যবান!’’

বিজেপির অনেকে মনে করিয়ে দিচ্ছেন, গুজরাতে এই জুটি এ ভাবেই কাজ করতেন। মোদী মুখ্যমন্ত্রী, অমিত স্বরাষ্ট্রমন্ত্রী। সোহরাবুদ্দিনকে ভুয়ো সংঘর্ষে খুনের অভিযোগ সেই সময়েই উঠেছিল অমিতের বিরুদ্ধে। জেল থেকে বেরোনোর পরে তাঁকে গুজরাত ছাড়তে হয়। অমিত বলে গিয়েছিলেন, ‘সমুদ্র হয়ে ফিরব!’ আজ তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। দলের অনেকে আগেই ইঙ্গিত দিয়েছিলেন— অমিতকে ধীরে ধীরে উত্তরসূরি গড়বেন মোদী। এটি প্রথম ধাপ। আরএসএসের বেশি ঘনিষ্ঠ নিতিন গডকড়ীকেও তাই ‘বিগ-ফোর’-এর বাইরে রাখা হয়েছে। মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটিতে যাতে তাঁকে রাখতে না-হয়। সূত্রের খবর, তাঁর স্বাস্থ্য নিয়ে নানা অপপ্রচার করায় অরুণ জেটলি মোদীকে অনুরোধ করেছিলেন, পীযূষ গয়ালকে যাতে বিগ-ফোর-এ না-রাখা হয়। মোদী অনুরোধ রেখেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Shah BJP Narendra Modi Home Minister
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE