Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

আইএলপি নিয়ে মেঘালয়কে শাহ দিলেন না আশ্বাস

মেঘালয়ে সিএএ-বিরোধীরা আইএলপি-র আশায় আন্দোলন স্থগিত রাখে।

ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
গুয়াহাটি শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২০ ০১:৫৭
Share: Save:

তিন দিন অপেক্ষার পরে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নেতৃত্বাধীন প্রতিনিধিদের সঙ্গে দেখা করলেও ইনার লাইন পারমিট (আইএলপি)-এর ব্যাপারে কোনও প্রতিশ্রুতি দিলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে রাজ্যে বাড়ল অসন্তোষ।

মেঘালয়ে সিএএ-বিরোধীরা আইএলপি-র আশায় আন্দোলন স্থগিত রাখে। অমিত শাহ বড়দিনের পরে মেঘালয়বাসীর দাবি বিবেচনার কথা বললেও কিছুই হয়নি। এর পরেই আন্দোলনকারী যৌথ মঞ্চ নিজেদের মতো করে বিভিন্ন স্থানে হানা দিয়ে বহিরাগত শনাক্ত করা, চেক পোস্টে নজরদারি শুরু করেছে। চলছে আন্দোলনও। চাপে পড়েই কনরাড দিল্লি যান। তিন দিন দিল্লিতে প্রতিনিধি দলটি বসে থাকার পর গতকাল অরুণাচল থেকে ফিরে রাতে কনরাডদের সময় দেন শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের মতে, এতগুলি রাজ্যের সংযোগকারী মেঘালয়ে আইএলপি চালু করার সমস্যা আছে। জটিলতা বাড়বে। ধাক্কা খাবে ব্যবসা ও পর্যটন। তবে শাহ আশ্বাস দিয়েছেন, মেঘালয়ের ভূমিপুত্র জনজাতিদের সব ধরণের স্বার্থ ও অধিকার সুরক্ষিত রাখা হবে। তবে এই আশ্বাসকে আর গুরুত্ব দিতে রাজি নয় যৌথ মঞ্চ কোমসো। তাদের মতে, অযথা রাজ্য সরকারের সময় নষ্ট তথা বিধানসভার সিদ্ধান্তের অপমান করেছে কেন্দ্র। তারা আন্দোলন তীব্রতর করবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Amit Shah Meghalaya ILP Inner Line Permit
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE