Advertisement
১৮ এপ্রিল ২০২৪

অমিতের সভা নিয়ে কোর্টের পথে বিজেপি

বিজেপির অভিযোগ, ৩ অক্টোবর মহাজাতি সদনে সরসঙ্ঘচালক মোহন ভাগবতের সভারও অনুমতি দেওয়া হয়নি।

অমিত শাহ।

অমিত শাহ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০১৭ ০২:৪৬
Share: Save:

কলকাতায় কেন নাগরিক সম্মেলন করতে পারবেন না অমিত শাহ— সেই প্রশ্ন তুলে এ বার আদালতে যাচ্ছে বিজেপি। এ দিন ভুবনেশ্বরে সাংবাদিক বৈঠকে বিজেপি সভাপতি নিজেই এ কথা জানান।

সেপ্টেম্বরের ১১ থেকে ১৩ তারিখ পশ্চিমবঙ্গে থাকছেন অমিত শাহ। বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি ১২ তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি নাগরিক সম্মেলন করার পরিকল্পনা করেছিলেন। সেই মতো আবেদনও করা হয়। বিজেপির দাবি, কর্তৃপক্ষ জানিয়েছে, ওই সময়ে রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠান থাকায় জায়গা দেওয়া সম্ভব হবে না। পরে নজরুল মঞ্চের জন্যও বিজেপি আবেদন করে। অনুমতি মেলেনি।

বিজেপির অভিযোগ, ৩ অক্টোবর মহাজাতি সদনে সরসঙ্ঘচালক মোহন ভাগবতের সভারও অনুমতি দেওয়া হয়নি। অমিত আজ বলেন, ‘‘আমরা আদালতে যাব। আমাকে অনেকবার আটকানোর চেষ্টা হয়েছে। কিন্তু প্রতিবারই আদালত অনুমতি দিয়েছে। মনে হয়, এ বারও অনুমতি দিয়ে দিতে পারে।’’ বিজেপি সভাপতির মন্তব্য, ‘‘আমার সভা হোক কিংবা মোহন ভাগবতজির, এর সঙ্গে গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্ন জড়িয়ে। গণতন্ত্রে যারা বিশ্বাস রাখেন, তাঁরা বিতর্ক তুলবেনই।’’

ইন্ডোরে সভা বাতিল প্রসঙ্গে আজ জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। নজরুল মঞ্চে সরকারি কর্মচারীদের নিয়ে অনুষ্ঠান ছিল মুখ্যমন্ত্রীর। সেখানে ভিড়ের তুলনায় জায়গা কম। মমতা বলেন, ‘‘চাইলে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও অনুষ্ঠান করতে পারতাম। কিন্তু সেখানে অন্যদের বুকিং রয়েছে। সেটা বাতিল করতে পারি না। যদিও প্রধানমন্ত্রী কিংবা মুখ্যমন্ত্রী চাইলে বুকিং দিয়ে দিতে পারে।’’ এর পরেই মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘‘কিছু ক্রীতদাস, হরিদাস রয়েছে— বুকিং পেল না বলে চিৎকার করছে। বুকিং হয়ে গেলে কী ভাবে পাবেন?’’

ভাগবতের সভার আয়োজক নিবেদিতা মিশন ট্রাস্টের এক মুখপাত্র জানান, ভাগবতের সভা বাতিল হচ্ছে না। মহাজাতি সদনে সভা হলে ১১০০ জন উপস্থিত থাকতে পারতেন। এখন যেখানে সভা হবে, সেখানে ২ হাজার জন হাজির থাকতে পারবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE