Advertisement
২৭ জুলাই ২০২৪
Police harassment

Death: তল্লাশিতে গিয়ে বৃদ্ধার মৃত্যু, অভিযুক্ত পুলিশ

ওই বৃদ্ধার পরিবারের অভিযোগ, সে সময় এক জন পুলিশ রাধা দেবীকে ধরে ‘প্রবল ভাবে ঝাঁকুনি’ দেয়। এর পরেই কাঁপতে কাঁপতে অসুস্থ হয়ে পড়েন রাধাদেবী।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
ফিরোজাবাদ শেষ আপডেট: ০৯ মে ২০২২ ০৭:০৩
Share: Save:

চন্দৌলির পরে এ বারে ফিরোজ়াবাদ। বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে পুলিশি হেনস্থার জেরে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠল। স্ত্রীর পরিণতি দেখে অসুস্থ হয়ে পড়া বৃদ্ধার স্বামীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পারিবারিক বিবাদের জেরে গত মাসে ফুরন সিংহ এবং রাধাদেবীর চার ছেলেকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। উত্তরপ্রদেশের টুন্ডলা কারাগার থেকে শনিবারই ছাড়া পেয়েছেন চার ভাই। বিকেলে তাঁদের বাড়ি পরিদর্শনে যায় পুলিশ।

ওই বৃদ্ধার পরিবারের অভিযোগ, সে সময় এক জন পুলিশ রাধা দেবীকে ধরে ‘প্রবল ভাবে ঝাঁকুনি’ দেয়। এর পরেই কাঁপতে কাঁপতে অসুস্থ হয়ে পড়েন রাধাদেবী। কিছু ক্ষণ পরে মারাও যান তিনি। স্ত্রীর এমন অবস্থা দেখে রাধাদেবীর স্বামীর শারীরিক অবস্থার অবনতি হয়। রবিবার তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শহরের পুলিশ সুপার মুকেশ চন্দ্র মিশ্র বলেন, পাচখেরা পুলিশ থানার অধীনে ওই বাড়িতে শনিবার বিকেলে পুলিশের একটি দল যায়। ছাড়া পাওয়া ভাইদের সম্পর্কে খোঁজখবর নিতেই গিয়েছিল পুলিশের দলটি। সেখানে তাদের সঙ্গে পরিবারের লোকেদের বচসা হয়।’’

পুলিশ কর্তাটি জানিয়েছেন, পরিবারের লোকেদের অভিযোগ, বচসার সময় একজন পুলিশ ওই বৃদ্ধাকে ধরে প্রবল ঝাঁকুনি দেয়। তার পরেই তিনি পড়ে যান এবং সেখানেই তাঁর মৃত্যু হয়। মিশ্র জানিয়েছেন, দেহটি ময়না-তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কেউ দোষী প্রমাণিত হলে তাঁকে শাস্তি দেওয়া হবে।

পরিবারের লোকেরা জানিয়েছেন, ওই চার ভাইয়ের বাবা ফুরন সিংহের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রবিবার হাসপাতালে ভর্তি
করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police harassment Firozabad
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE